পলাতক মেহুল চোকসির সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দফতর

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত অন্যতম হিরে ব্যবসায়ী মেহুল চোকসির সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর বিভাগ। মহারাষ্ট্রের নাসিকে নয় একর কৃষিজমি বাজেয়াপ্ত করা হয়েছে। সংবাদ…

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত অন্যতম হিরে ব্যবসায়ী মেহুল চোকসির সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর বিভাগ। মহারাষ্ট্রের নাসিকে নয় একর কৃষিজমি বাজেয়াপ্ত করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার গীতাঞ্জলি জেমসের ম্যানেজিং ডিরেক্টর চোকসির বেশ কয়েকটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগ। তার মধ্যে নাসিকের ওই কৃষিজমিও রয়েছে। তবে মেহুল এর কী কী সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার কোনও বিস্তারিত বিবরণ জানানো হয়নি।

সম্প্রতি সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে বিভিন্ন কেলেঙ্কারির ঘটনায় জড়িত বিজয় মালিয়া, নীরব মোদি ও মেহুল চোকসির কাছ থেকে এ পর্যন্ত ১৮ হাজার কোটি টাকা উদ্ধার করা হয়েছে। যে সমস্ত ব্যাংকের কাছ থেকে ওই তিন ব্যক্তি একসময় ঋণ নিয়ে তা ফেরত না দিয়ে দেশ ছেড়েছেন সংশ্লিষ্ট ব্যাংকগুলিকে সেই টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের জানুয়ারি মাসে দেশ ছেড়ে পালিয়ে যান মেহুল চোকসি। তার কয়েক দিনের মধ্যেই চোকসির আর্থিক প্রতারণার অভিযোগ সামনে আসে। মেহুল ও তাঁর ভাগ্নে নীরব মোদির বিরুদ্ধে জালিয়াতি করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নেওয়ার অভিযোগ সামনে আসে। একসময় জানা যায় মেহুল অ্যান্টিগার নাগরিকত্ব নিয়ে সেখানেই আত্মগোপন করে আছেন। এখনও পর্যন্ত মেহুলকে দেশে ফেরানো যায়নি। কিন্তু ২০২১ সালে অ্যান্টিগা থেকে কিউবা যাওয়ার পথে ডোমিনিকায় মেহুলকে আটক করা হয়। জেলবন্দি মেহুলের ছবিও প্রকাশ্যে চলে আসে। এরপর এই চোকসিকে দেশে ফেরতে উদ্যোগী হয় কেন্দ্র। যদিও এখনও পর্যন্ত তাকে দেশে ফেরানো সম্ভব হয়নি।