লাইনচ্যুত পুদুচেরি এক্সপ্রেসের তিনটি বগি, বন্ধ ট্রেন চলাচল

লাইনচ্যুত হল পুদুচেরিগামী চালুক্য এক্সপ্রেস। শুক্রবার ভোররাতে মুম্বইয়ের মাতুঙ্গা স্টেশনের কাছে চালুক্য এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। জানা গিয়েছে, চালুক্য এক্সপ্রেসের সঙ্গে একই দিক থেকে…

লাইনচ্যুত হল পুদুচেরিগামী চালুক্য এক্সপ্রেস। শুক্রবার ভোররাতে মুম্বইয়ের মাতুঙ্গা স্টেশনের কাছে চালুক্য এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। জানা গিয়েছে, চালুক্য এক্সপ্রেসের সঙ্গে একই দিক থেকে আসা সিএসএমটি-গদগ এক্সপ্রেসের ধাক্কা লাগে। এর ফলেই চালুক্য এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে বড় ধরনের কিছু বিপদ হয়নি। এ ঘটনায় বেশ কয়েকজন সামান্য জখম হয়েছেন। শুক্রবার দাদার থেকে পুদুচেরির উদ্দেশ্যে রওনা দিয়েছিল দাদার-পুদুচেরি চালুক্য এক্সপ্রেস। রাত পৌনে দশটা নাগাদ মাতুঙ্গা স্টেশনের কাছে হঠাৎই প্রবল ঝাঁকুনি অনুভব করেন রেলযাত্রীরা। দেখা দেয় পুদুচেরি এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়ে নেমে গিয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার রাতে মাতুঙ্গা থেকে দাদার স্টেশনের ৭ নম্বর প্লাটফর্মে ঢুকছিল চালুক্য এক্সপ্রেস। ওই একই সময়ে সিএসএমটি- গদগ এক্সপ্রেস একই দিক থেকে দাদার স্টেশনে আসছিল। সে সময়ই এই দুই ট্রেনের মধ্যে সামান্য সংঘর্ষ হয়। এরপরই চালুক্য এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুটি ট্রেনই দাদার স্টেশনে ঢুকছিল। তাই সে সময় দুটি ট্রেনেরই গতিবেগ ছিল খুবই অল্প। সে কারণেই বড় বিপদ এড়ানো গিয়েছে। তবে হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় কয়েকজন সামান্য চোট পেয়েছেন। তবে তাদের কারও আঘাত তেমন গুরুতর কিছু নয়।

   

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রেল ও পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যান। পাঠানো হয় অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী একটি বিশেষ ট্রেন। তবে শেষ পর্যন্ত কোনও যাত্রীকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। যাদের সামান্য চোট লেগেছিল তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।  যদিও ঘটনার জেরে ওই লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে রাত্রে সাড়ে ১২টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়। কী কারণে এই দুর্ঘটনা ঘটলো তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।