বাংলাকে বঞ্চিত করে হরিয়ানাকে গুরুত্ব বিজেপির

বিজেপির (BJP) সাংসদ সংখ্যা ১২। কেন্দ্রীয় মন্ত্রীর সংখ্যা ২। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ ; বিজেপির সাংসদ সংখ্যা ৫। কেন্দ্রীয় মন্ত্রীর সংখ্যা ৩। রাজ্যের নাম হরিয়ানা। বাংলাকে…

Two BJP Leader, Narendra Modi and Amit Shah, standing together in a political setting, discussing or addressing a crowd

বিজেপির (BJP) সাংসদ সংখ্যা ১২। কেন্দ্রীয় মন্ত্রীর সংখ্যা ২। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ ; বিজেপির সাংসদ সংখ্যা ৫। কেন্দ্রীয় মন্ত্রীর সংখ্যা ৩। রাজ্যের নাম হরিয়ানা। বাংলাকে ঠিক এভাবেই বঞ্চনা করল বিজেপি (BJP)। হরিয়ানার মতো ছোট রাজ্য থেকেও একজন পূর্ণমন্ত্রী সহ তিনজনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় রাখা হয়েছে। আর বাংলার ভাগ্যে জুটেছে মাত্র দু’জন প্রতিমন্ত্রী।

কিন্তু কী কারণে হরিয়ানাকে এতটা গুরুত্ব দেওয়া হল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলতি বছর হরিয়ানায় বিধানসভা নির্বাচন রয়েছে। কিন্তু লোকসভা ভোটের ফল বেরোতেই দেখা গিয়েছে এই রাজ্যে বিজেপি ভোটব্যাঙ্কে ধস নেমেছে। অনেকটা ভোট বাড়িয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। ভোটের আগে তাই হরিয়ানাবাসীর মন জয়ে পাঁচ সাংসদের মধ্যে তিনজনকে মন্ত্রী করেছে বিজেপি।

   

অন্যদিকে বাংলা থেকে এবার ১২ জন সাংসদ পেয়েছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, সকলেই বাংলায় ভোটপ্রচারে এসে পশ্চিমবঙ্গকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু ভোটে ধাক্কা খাওয়ার পরই দেখা গেল অন্য চিত্র। বাংলা এবার ১২ জন সাংসদ বিজেপিকে উপহার দিলেও মাত্র দুই প্রতিমন্ত্রী জুটল তাদের ভাগ্যে।

‘অপেক্ষায় ভয়ঙ্কর প্রত্যাখ্যান’, বড় ভবিষ্যতবাণী দেবাংশুর

রবিবার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁদের শপথবাক্য পাঠ করান। কিন্তু এবারও বাংলা পূর্ণমন্ত্রী থেকে বঞ্চিত রইল। সুকান্ত এবং শান্তনুকে রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। এর আগে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন শান্তনু ঠাকুর। সুকান্ত এই প্রথম মন্ত্রী হলেন।

অন্যদিকে মোদীর মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কার্নাল লোকসভা কেন্দ্র থেকে জয়ী প্রবীণ বিজেপি নেতা মনোহরলাল খট্টর। গুরুগ্রামের বিজেপি সাংসদ রাও ইন্দ্রজিৎ সিং এবং ফরিদাবাদের বিজেপি সাংসদ কৃষ্ণপাল গুর্জরকে প্রতিমন্ত্রী করা হয়েছে। যদিও এই তিন মন্ত্রীকে কোন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে, তা এখনও জানানো হয়নি।

কে হবেন বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি? একাধিক নাম নিয়ে জল্পনা

এবারের লোকসভা নির্বাচনে হরিয়ানার ১০টি আসনের মধ্যে পাঁচটি জিতেছে বিজেপি। বাকি পাঁচটি দখল করেছে কংগ্রেস। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১০টি আসনের সবকটিই গেরুয়া শিবিরের ঝুলিতে গিয়েছিল। সেবার বিজেপির ভোট শতাংশ ছিল ৫৮। এবার তা কমে হয়েছে ৪৬ শতাংশ। কংগ্রেস আবার ২০১৯-এ ২৮.৫ শতাংশ ভোট পেয়েছিল। সেটা এবার বেড়ে হয়েছে ৪৩.৬৭ শতাংশ।

২০১৯ সালে হরিয়ানায় বিধানসভা নির্বাচনও হয়েছিল। ৯০টি আসনের মধ্যে সেবার বিজেপি পেয়েছিল ৪০টি আসন, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ৩১টি আসন। জেজেপি ১০টি এবং আইএনএলডি একটি আসন পেয়েছিল। হরিয়ানা লোকহিত পার্টি একটি এবং নির্দলরা ৭টি আসনে জয়ী হয়েছিল। জেজেপি এবং নির্দল বিধায়কদের সমর্থন নিয়ে সরকার গঠন করে বিজেপি। 

এবারও পূর্ণমন্ত্রী পেল না বাংলা, বিজেপিকে ‘বাঙালি বিদ্বেষী’ বলে তোপ দেবাংশুর