চিন্তা না করেই বিনিয়োগ করুন মেটাল সেক্টরে, লাভবান হবেন খুব শীঘ্রই

লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর হুরমুর করে পরিবর্তন হয়েছে শেয়ার বাজার। একের পর এক ব্যাবসায়িক ক্ষেত্রে শেয়ার মূল্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এবার ধাতুর সেক্টরের স্টকগুলিতে…

share market

লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর হুরমুর করে পরিবর্তন হয়েছে শেয়ার বাজার। একের পর এক ব্যাবসায়িক ক্ষেত্রে শেয়ার মূল্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এবার ধাতুর সেক্টরের স্টকগুলিতে নজর রাখতে বলছেন বিশেষজ্ঞরা। কারন ইতিমধ্যে বাজারের বেঞ্চমার্ক সূচক সেনসেক্স 76650 পয়েন্ট অতিক্রম করেছে। সেই কারনেই ধাতুর বিভাগের নির্দিষ্ট কয়েকটি স্টকে দুর্দান্ত বৃদ্ধি দেখা যেতে পারে বলে উল্লেখ করেছেন তারা। সেই সকল স্টক গুলি হল:

১) জেএসডব্লু স্টিলঃ-

   

বিশেষজ্ঞরা এই কোম্পানিটির শেয়ারে 29.8 শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগতির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন। বর্তমানে সংস্থাটির বাজারগত মূলধনের পরিমাণ রয়েছে 217181 কোটি টাকা। কোম্পানিটির শেয়ারের 52 সপ্তাহের সর্বোচ্চ দর রয়েছে 928.95 টাকা। গত তিন মাসে শেয়ারটির দাম বেড়েছে প্রায় 9.90 শতাংশ। এক বছরের নিরিখে এই শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় 24.99 শতাংশ। তাই এই ক্ষেত্রে বিশেষ রিটার্ন আসতে পারে বলে জানিয়েছেন তারা।

২) ন্যাশনাল আ্যালুমিনিয়াম কোম্পানিঃ-

এই সংস্থায়ও বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন বেশ কিছু বিশেষজ্ঞ। কারন এখানেও শেয়ারের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রায় 27.2 শতাংশ। সপ্তাহের শেষ ট্রেডিংয়ের দিন ন্য়াশনাল স্টক এক্সচেঞ্জে এই সংস্থার শেয়ারের মূল্য প্রায় 2.61 শতাংশ বেড়ে হয়েছে 185.30 টাকা। বর্তমানে সংস্থার বাজারগত মূল্য রয়েছে 33170 কোটি টাকা। গত এক বছরে এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে প্রায় 119.68 শতাংশ। তাই এখান থেকে বিশেষ রিটার্ন আসার পরামর্শ দিয়েছেন তারা।

৩) টাটা স্টিলঃ-

এই কোম্পানিটির শেয়ার 24.1 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। বর্তমানে সংস্থার শেয়ারের দাম 178.90 টাকা রয়েছে। সংস্থাটির বাজার মূল্য পৌঁচেছে 214779 কোটি টাকায়। তবে গত এক বছরে শেয়ারটির দাম বেড়েছে প্রায় 60.45 শতাংশ। তিন এবং পাঁচ বছরের নিরিখে এই সংস্থার শেয়ারে রিটার্নের পরিমাণ ছিল 58.50 এবং 271.08 শতাংশ। তাই এই সকল ধাতু সেক্টরে বিনিয়োগ করে বিশেষ লাভবান হতে পারেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।