Sunday, December 7, 2025
HomeBharatHariyana election result 2024: হরিয়ানার ফল নিয়ে 'না খুশ' কংগ্রেস, কাঠগড়ায় নির্বাচন...

Hariyana election result 2024: হরিয়ানার ফল নিয়ে ‘না খুশ’ কংগ্রেস, কাঠগড়ায় নির্বাচন কমিশন

- Advertisement -

হরিয়ানার ফলাফল (Hariyana election result 2024) নিয়ে ‘না খুশ’ কংগ্রেস। ভোট গণনা প্রকাশে অনলাইনে কারচুপি করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার এমন অভিযোগ তুলে সরব কংগ্রেস। তাঁদের অভিযোগ, ভোট গণনার ফল প্রকাশের সময় ওয়েবসাইটে রিয়েল টাইম ডেটা দিতে ইচ্ছাকৃত ভাবে দেরি করেছে নির্বাচন কমিশন। এমন অভিযোগ তুলেছেন কংগ্রেসের সাধারন সম্পাদক জয়রাম রমেশ। 

Advertisements

উৎসবে’র মেজাজে গণইস্তফা আরজি করের সিনিয়র ডাক্তারদের

   

তিনি বলেন, “লোকসভা ভোটের মতো আমরা এবার হরিয়ানাতে নির্বাচন কমিশন ও প্রশাসনের ওপর বিজেপি চাপ সৃষ্টি করছে। যার ফলে ওয়েবসাইটে ডেটা আপডেটে কারচুপি হচ্ছে।” তবে কংগ্রেসের এই অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছে বিজেপি। 

পঞ্চমীর দিন অপরিবর্তিত সোনা, ঊর্ধ্বমুখী রুপোর দাম

তবে এক্সিট পোলের ফলাফল কিন্তু সত্যিই আরও একবার ভুল প্রমানিত হল হরিয়ানাতে। শনিবার বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে হরিয়ানায় ৯০ টি আসনের মধ্যে ৫০ থেকে ৫৮ টি আসন জিততে চলেছে কংগ্রেস। ৪৩ শতাংশের ওপর রয়েছে ভোট শেয়ার। অন্যদিকে, মাত্র ২০ থেকে ২৮ টি আসনের মধ্যেই গুটিয়ে যাবে বিজেপি।
মাত্র ৩৭ শতাংশ ভোট শেয়ার থাকবে বিজেপির হাতে। ২০১৯ সালে এই রাজ্যে বিজেপির আসন সংখ্যা ছিল ৪০ টিরও বেশি। অন্যান্য আঞ্চলিক দলগুলি মাত্র ১০ থেকে ১৪ টি আসন পেতে চলেছে। কিন্তু এবার ২০১৯ সালের সমস্ত রেকর্ড ভেঙে আরও আটটি বেশি আসন জিতেছে বিজেপি। ৩৭ আসন জিতেই থেমে গিয়েছে কংগ্রেসের রথ।

দশ হাজারের কাছাকাছি অভিযোগ, Ola-কে শোকজ নোটিশ ধরাল কেন্দ্র

যদিও কাশ্মীরে ৮৮ টি আসনের মধ্যে ৪৮ টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্টতা অর্জন করেছে রাহুল গান্ধীর দল। অন্যদিকে মাত্র ২৯ টি আসনে গুটিয়ে যায় মোদী-শাহের বিজেপি। যদিও কাশ্মীরের জয় কংগ্রেসের কাছে প্রত্যাশিত হলেও হরিয়ানায় পরাজয় অপ্রত্যাশিত ছিল কংগ্রেস হাইকমান্ডের কাছে। আর সেই কারণেই এই ফলাফল মানতে পারছে না ‘হাত’ শিবির। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞমহল।

 

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular