Kerala: কোচি বিশ্ববিদ্যালয়ে পদপিষ্ট হয়ে একাধিক পড়ুয়া মৃত

সঙ্গীত অনুষ্ঠানের মাঝে হুড়োহুড়ি। কেরলের (Kerala) কোচি বিশ্ববিদ্যালয়ে এই দুর্ঘটনার একাধিক পড়ুুয়া মৃত। জখম কমপক্ষে ৫০ জন। পায়ের চাপে মৃত্যু হয়েছে ওই পড়ুয়াদের। তীব্র বিশৃঙ্খল…

cochin-university

সঙ্গীত অনুষ্ঠানের মাঝে হুড়োহুড়ি। কেরলের (Kerala) কোচি বিশ্ববিদ্যালয়ে এই দুর্ঘটনার একাধিক পড়ুুয়া মৃত। জখম কমপক্ষে ৫০ জন। পায়ের চাপে মৃত্যু হয়েছে ওই পড়ুয়াদের। তীব্র বিশৃঙ্খল পরিস্থিতি ও আতঙ্ক ছড়িয়েছে ক্যাম্পাসে। 

শনিবার সন্ধ্যায় কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (কুস্যাট) একটি সঙ্গীত কনসার্ট চলাকালীন পদদলিত হয়ে চার শিক্ষার্থী নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

   

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন প্লেব্যাক গায়িকা নিখিতা গান্ধীর অনুষ্ঠান চলছিল বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত-এয়ার মিলনায়তনে। তখনই হুড়োহুড়িতে অনেক পদপিষ্ট হন।আহতদের চিকিৎসার জন্য কালামাসেরি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বৃষ্টি শুরু হলে পদদলিত হয়। শুক্রবার থেকে ফেস্ট শুরু হয়েছে। ফেস্টের অংশ হিসেবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার  একটি বাদ্যযন্ত্রের অনুষ্ঠান ছিল। আশেপাশের কলেজের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে যোগ দিয়েছিল। দুর্ভাগ্যবশত, ভিড় ছিল প্রচুর।

বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ার ডিরেক্টর পি কে বেবি জানিয়েছেন ঘটনাটি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের ওপেন-এয়ার অডিটোরিয়ামে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, চারজন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। অডিটোরিয়ামের পিছন দিক থেকে দর্শকরা এগিয়ে যাওয়ার সময় অনেকে পদদলিত হয়। অনুষ্ঠানস্থলে 2000 জনের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল।

যে কনসার্টটি সন্ধ্যা ৬টায় নির্ধারিত ছিল, তা আধাঘণ্টা দেরি হওয়ায় উন্মুক্ত মিলনায়তন সম্পূর্ণ ভরে যায়। সূত্রের খবর, প্রবল বৃষ্টির কারণে ভিড় আশ্রয়কেন্দ্রের  দিকে অনেকে ছুটে যাওয়ার ফলে বহু পড়প পদদলিত হয়।