Kanyashree Cup: কন্যাশ্রী কাপে হোঁচট খেল মহামেডান, ম্যাচ জিতল বালি

বিগত কয়েক সপ্তাহ ধরেই কন্যাশ্রী কাপ (Kanyashree Cup) খেলা নিয়ে প্রবল ধোঁয়াশা দেখা গিয়েছিল সাদা-কালো শিবিরের অন্দরে। যারফলে, সমর্থকরা ধরেই নিয়েছিল যে এবার হয়ত মহিলাদের…

Mohammedan SC in Kanyashree Cup

বিগত কয়েক সপ্তাহ ধরেই কন্যাশ্রী কাপ (Kanyashree Cup) খেলা নিয়ে প্রবল ধোঁয়াশা দেখা গিয়েছিল সাদা-কালো শিবিরের অন্দরে। যারফলে, সমর্থকরা ধরেই নিয়েছিল যে এবার হয়ত মহিলাদের এই ফুটবল টুর্নামেন্টে দল নামাবে না মহামেডান। তবে পরবর্তীতে আইএফএ সচিবের বিবৃতি থেকে শুরু করে ক্লাবের সাবেক কর্তা ও লগ্নিকারী সংস্থার কর্তাদের যৌথ আলোচনার পর দল নামানোর সিদ্ধান্ত নেওয়া হয় এই টুর্নামেন্টে।

তবে শুরুটা মোটেও ভালো ছিল না মহামেডান স্পোর্টিং দলের পক্ষে। গত ২৩ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলার কথা ছিল মহামেডান স্পোর্টিংয়ের মহিলা দলের। সেইমতো লাল-হলুদের মাঠে এসে ও ছিল সাদা-কালো দল। প্রতিপক্ষ হিসেবে ছিল নিউআলিপুর সুরুচি সংঘ ক্লাব। কিন্তু মাঠে নামা হয়নি এই প্রধানের।

যার মূল কারন হিসেবে জানা গিয়েছিল, সিএমএস প্রক্রিয়া সঠিক সময় সম্পন্ন না হওয়া। যা নিয়ে প্রচন্ড হতাশ দেখা দিয়েছিল সকলের মধ্যে। সেই সমস্যার সমাধান ঘটিয়ে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে বালি গ্রামাঞ্চলের মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় বালি। প্রথম দিকে রবনি হাঁসদার গোলে এগিয়ে গিয়েছিল সাদা-কালো ব্রিগেড।

তবে পরবর্তীতে গোল শোধ করে দেয় বালি গ্রামাঞ্চল ক্রীড়া সমিতি। প্রথমার্ধের শেষে ১-১ গোলের ফলাফল বজায় থাকলেও দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে এগিয়ে যায় বালি গ্রামাঞ্চল। নির্ধারিত সময়ের শেষে সেই ব্যবধান ধরে রেখেই আসে জয়।

যা নিয়ে হতাশ দলের ফুটবলাররা। এবার পরবর্তী ম্যাচকেই পাখির চোখ করে এগোতে চাইবে সাদা-কালো ব্রিগেড। যারমধ্যে, আগামী ডিসেম্বর মাসের শুরুর দিকে তাদের খেলতে হবে ইমামি ইস্টবেঙ্গল দলের বিপক্ষে।