এবার ড্র, অবশেষে পয়েন্ট পেল ইস্টবেঙ্গল

জেতাই ছন্দই যেন হারিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল। তাই তো এবার ম্যাচের প্রথমার্ধে এগিয়ে থেকেও শেষ রক্ষা পেল না ময়দানের এই প্রধান। যা দেখে এবার ফের ধৈর্য্য…

Chennaiyin FC and East Bengal FC

জেতাই ছন্দই যেন হারিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল। তাই তো এবার ম্যাচের প্রথমার্ধে এগিয়ে থেকেও শেষ রক্ষা পেল না ময়দানের এই প্রধান। যা দেখে এবার ফের ধৈর্য্য হারাতে শুরু করেছে দলের সমর্থকরা। গত আইএসএল ম্যাচে কেরালার বিপক্ষে এগিয়ে থেকে ও পরাজিত হতে হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দলকে। সেই হতাশা ভুলে আজ ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য ছিল মশাল ব্রিগেডের।

সেইমতো আজ চেন্নাইন দলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে চেন্নাইন দলের মুখোমুখি হয়েছিল লাল-হলুদ শিবির। প্রথমদিকে সেই আগের মতো এক গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও পরবর্তীতে তা ধরে রাখতে ব্যর্থ থাকে কলকাতার এই প্রধান। সুযোগ বুঝে ঘরের মাঠে সমতায় ফিরে অমীমাংসিত ভাবে শেষ হয় আজকের এই ম্যাচ।

শেষ পর্যন্ত খেলার ফলাফল থাকে ১-১ গোল। প্রথমে লাল-হলুদের হয়ে আত্মঘাতী গোল করে বসেন আয়ূষ অধিকারী। পরবর্তীতে চেন্নাইন দলের জার্সিতে একটি মাত্র গোল করেন নিনথোই মিতেই। আজকের এই ম্যাচের পর ৭ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের সাত নম্বরেই দাঁড়িয়ে থাকল ওয়েন কোয়েলের চেন্নাইন দল। অন্যদিকে, চেন্নাইন ফুটবলারদের দয়ায় এক পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দশ নম্বর থেকে নয় নম্বরে উঠে আসল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

বর্তমানে ৬ ম্যাচ খেলে তাদের ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট। উল্লেখ্য, আজ ম্যাচের প্রথম থেকে দুই দলের ফুটবলারদের মধ্যে সাবধানী মনোভাব দেখে গেলেও পরবর্তীতে আক্রমণের তেজ বাড়াতে থাকে লাল-হলুদ শিবির। এভাবেই ম্যাচের ঠিক ২৯ মিনিটের মাথায় প্রতিপক্ষের ডিফেন্সে আক্রমণ শানাতে থাকে লাল-হলুদের ফুটবলাররা। তা সামাল দিতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন আয়ূষ। যারফলে, এক গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

তবে দ্বিতীয়ার্ধের শেষের দিকে চেন্নাইন দলের আক্রমণ আটকাতে কার্যত নাস্তানাবুদ হতে হয় পার্দো লুকাসদের। যারফলে, অনায়াসেই গোল করে যায় মিতেই। তার জেরে এবার ও জেতা ম্যাচ হাতছাড়া হল কুয়াদ্রাতের ছেলেদের।