১,৩৯২ কোটি টাকার জালিয়াতিকাণ্ডে বিধায়কের বাড়িতে হানা ED-র

লোকসভা ভোট মিটতে না মিটতেই চরম অস্বস্তিতে কংগ্রেস। এবার ইডি (ED)-র র‍্যাডারে হেভিওয়েট কংগ্রেস নেতা ও তাঁর ঘনিষ্ঠরা। জানা গিয়েছে, হরিয়ানার মহেন্দ্রগড়ের কংগ্রেস বিধায়ক রাও দান সিং ও তাঁর সহযোগীদের তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Advertisements

গুরুগ্রাম, বাহাদুরগড়, দিল্লি-সহ প্রায় এক ডজন জায়গায় তল্লাশি চলছে। সূত্রের খবর, ব্যাঙ্ক ঋণ জালিয়াতির অভিযোগের সঙ্গে তল্লাশির যোগসূত্র রয়েছে। ১,৩৯২ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ জালিয়াতির মামলায় আর্থিক তছরুপের তদন্তে বৃহস্পতিবার হরিয়ানার কংগ্রেস বিধায়ক রাও দান সিংয়ের বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের আধিকারিকরা। একই সঙ্গে একটি মেটাল ফ্যাব্রিকেটিং কোম্পানি ও তার প্রোমোটারদের বাড়িতেও তল্লাশি চালায় ইডি।

ইডি কংগ্রেস নেতার গুরুগ্রাম অফিস থেকে মহেন্দ্রগড়, বাহাদুরগড় ও গুরুগ্রাম, দিল্লি এবং হরিয়ানার জামশেদপুর সহ প্রায় ১৫টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। সূত্রের খবর, এর মধ্যে রয়েছে মহেন্দ্রগড় কেন্দ্রের ৬৫ বছরের বিধায়ক, তাঁর ছেলে অক্ষত সিং, কোম্পানি অ্যালাইড স্ট্রিপস লিমিটেড (এএসএল) এবং এর প্রোমোটার মহিন্দর আগরওয়াল, গৌরব আগরওয়াল এবং আরও কয়েকজনের বাড়ি। এএসএল কোল্ড রোল ইস্পাত পণ্য উত্পাদন করে। সংস্থাটির বিরুদ্ধে ১,৩৯২ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ জালিয়াতির মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং ২০২২ সালে সিবিআইয়ের তরফে মামলা দায়ের করা হয়েছিল।

সূত্রের খবর, রাও দান সিংয়ের পরিবার ও তাঁর সংস্থাগুলি এএসএলের কাছ থেকে ঋণের টাকা নিলেও তা শোধ করেনি এবং পরে সেই টাকা মকুব করে দেওয়া হয়।

Advertisements