ED:মিষ্টি,আম খেয়ে ইচ্ছাকৃত ভাবে সুগার বাড়াচ্ছেন কেজরিওয়াল, দাবি ইডির

জেলের ভিতরে কলা, আম, মিষ্টি খেয়ে নিজের সুগার বাড়াচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ডায়বিটিসের রোগী কেজরিওয়াল নিজের ব্য়ক্তিগত চিকিৎসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলতে চেয়েছিলেন।…

Delhi CM Arvind Kejriwal

জেলের ভিতরে কলা, আম, মিষ্টি খেয়ে নিজের সুগার বাড়াচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ডায়বিটিসের রোগী কেজরিওয়াল নিজের ব্য়ক্তিগত চিকিৎসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলতে চেয়েছিলেন। তাঁর সেই আর্জির বিরোধিতা করতে গিয়ে ইডির অভিযোগ, মিষ্টি, আম খেয়ে ইচ্ছাকৃত ভাবে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করছেন কেজরিওয়াল, যাতে স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে জামিন পান।

প্রসঙ্গত গত ২১মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরট। আবগারি দুর্নীতি মামলার তাঁকে গ্রেপ্তার করা হয়। তারপরে কিছুদিন ইডি হেফাজতে থাকার পর তাঁর স্থান হয় তিহাড় জেলে। আম আদমি পার্টির অভিযোগ সেখানে স্ত্রী-ঘনিষ্ঠদের সঙ্গে মুখোমুখি দেখা করতে তাঁকে অনুমতি দেওয়া হচ্ছে না। তাঁর সঙ্গে সন্ত্রাসবাদীর মতো আচরণ করা হচ্ছে বলেও দাবি করে তারা।

উল্লেখ্য টাইপ ২ ডায়বিটিসের রোগী কেজরিওয়াল। ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলতে চেয়ে সম্প্রতি আবেদন জানান তিনি। জেলের মধ্যে যদিও ওষুধপত্র সঙ্গে নিয়ে গিয়েছেন কেজরিওয়াল, কিন্তু তাঁর রক্তের শর্করার মাত্রা ওঠাপড়া করছে, অস্বাভাবিক ভাবে ওজন কমে যাচ্ছে বলে দাবি করেছে আম আদমি পার্টি। ইডির আইনজীবী আদালতে দাবি করেন, ” “জেনেশুনেই চিনি দেওয়া চা পান করছেন কেজরিওয়াল, কলা খাচ্ছেন, আম খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, আলুর তরকারি-লুচি খাচ্ছেন, যা টাইপ ২ ডায়বিটিস রোগীদের মুখে তোলাই উচিত নয়।”