Lata Mangeshkar: কোভিড আক্রাম্ত লতা, চিকিৎসকরা প্রার্থনা করতে বললেন

কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন। আইসিইউতে চিকিৎসা চলছে তাঁর। পিটিআই জানিয়েছে,৯২ বছর বয়সী…

কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন। আইসিইউতে চিকিৎসা চলছে তাঁর। পিটিআই জানিয়েছে,৯২ বছর বয়সী লতা মঙ্গেশকরের চিকিৎসা আরও কিছুদিন চলবে। তাঁর জন্য প্রার্থনা করতে বলছেন চিকিৎসকরা।

ডা. প্রতীত সামদানি বলেন, ‘তাঁকে আরও কিছুদিন আইসিইউতে পর্যবেক্ষণে রাখতে হবে। আমাদের অপেক্ষা করতে হবে ও পর্যবেক্ষণ করতে হবে। তাঁর জন্য প্রার্থনা করুন।

   

২০১৯ সালের সেপ্টেম্বরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ভাইরাল চেস্ট ইনফেকশনের জেরে শ্বাসকষ্ট দেখা দিয়েছিল তাঁর।

তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত লতা মঙ্গেশকর এক হাজারেরও বেশি সিনেমাতে প্লে-ব্যাক করেছেন। ৩৬টি আঞ্চলিক ভাষা ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই।

১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে সংগীতের জীবন শুরু করেন লতা মঙ্গেশকর। সত্তর বছরে ৩০ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি এই শিল্পী। ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন।