PM Modi: লুট হওয়া টাকা বাংলার মানুষকে ফেরানো হবে, ভোটের মুখে আশ্বাস প্রধানমন্ত্রীর

লোকসভা ভোটের মুখে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে (Amrita Roy) ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের মুখে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী (PM Modi)। কৃষ্ণনগরের বিজেপি…

লোকসভা ভোটের মুখে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে (Amrita Roy) ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের মুখে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী (PM Modi)।

কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে প্রধানমন্ত্রী বলেন, ‘ইডির বাজেয়াপ্ত করা টাকা মানুষকে ফেরানো হবে। ৩ হাজার কোটি টাকা ফেরানোর চেষ্টা চলছে। নতুন সরকার গঠন হলেই টাকা ফেরানোর পথ খোঁজা হবে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘একদিকে বিজেপি দেশের দুর্নীতি দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ, অন্যদিকে সমস্ত দুর্নীতিগ্রস্তরা একে অপরকে বাঁচাতে একজোট হয়েছে।’ প্রধানমন্ত্রীর বিশ্বাস, পশ্চিমবঙ্গ রাজ্যে ‘পরিবর্তন’কে ভোট দেবেন সাধারণ মানুষ।

এমনিতে কৃষ্ণনগরে তৃণমূলের বিরুদ্ধে ‘রাজত্ব’ কার্ড খেলেছে বিজেপি। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে কৃষ্ণনগরের ‘রাজমাতা’ অমৃতা রায়কে প্রার্থী করেছে বিজেপি। এদিকে কুণাল ঘোষের অভিযোগ, ঔপনিবেশিক আমলে অমৃতা রায়ের পরিবার ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়েছিল। তিনি দাবি করেন যে, কৃষ্ণনগরের রাজা রাজা কৃষ্ণচন্দ্র রায় নবাব সিরাজ-উদ-দৌলার সাথে সংঘর্ষের সময় ব্রিটিশ বাহিনীকে সমর্থন করেছিলেন।