IPl 2024: চেন্নাই জিততেই পয়েন্ট তালিকায় পিছিয়ে গেল দুই দল

মঙ্গলবার (২৭ মার্চ) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ (IPl 2024) ম্যাচে চেন্নাই সুপার কিংস (CSK) গুজরাট টাইটান্সকে (GT) ৬৩ রানে পরাজিত…

Chennai's Victory Shakes Up Points Table, Two Teams Slide Down

মঙ্গলবার (২৭ মার্চ) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ (IPl 2024) ম্যাচে চেন্নাই সুপার কিংস (CSK) গুজরাট টাইটান্সকে (GT) ৬৩ রানে পরাজিত করেছে। আইপিএলে রানের দিক থেকে এটি গুজরাটের সবচেয়ে বড় পরাজয়। এই জয়ের সুবাদে চেন্নাই আইপিএল পয়েন্ট টেবিলে কিছু বদল ঘটিয়েছে।

পরপর দুই ম্যাচে জয় অর্জন করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। তাদের নেট রানরেট +১.৯৭৯। অন্যদিকে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থান এই মুহূর্তে মাত্র একটি ম্যাচ খেলেছে।

পরাজয়ের কারণে পয়েন্ট টেবিলে অনেকটা পিছিয়ে গিয়েছে জিটি। তিন ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে চলে এসেছে গুজরাট টাইটান্স। তাদের নেট রানরেট -১.৪২৫। অন্যদিকে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। মাত্র একটি ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে লখনউ সুপার জায়ান্টস।

প্রথমে ব্যাট করে ২০৬/৬ তোলে চেন্নাই সুপার কিংস। এমএ চিদম্বরম স্টেডিয়ামে সুপার কিংসের টিম গেম। দলের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও রচিন রবীন্দ্র দু’জনেই খেললেন ৪৬ রানের ইনিংস। মিডল অর্ডারে রানের গতি ব্যহত হতে দেননি শিবম দুবে। আসন্ন টি২০ বিশ্বকাপ খেলার অন্যতম দাবিদার এই ক্রিকেটার। ২৩ বলে ৫১ রানের বিস্ফোরক ইনিংস খেললেন তিনি। লোয়ার মিডল অর্ডারে নেমে ২০ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস ড্যারেল মিচেলের।

সুপার কিংস বোলারদের বিরুদ্ধে পরিকল্পনামাফিক ব্যাট করতে পারেনি গুজরাট টাইটানস। গড়ে ওঠেনি বড় কোনো পার্টনারশিপ। একেক দক্ষতাও দেখা যায়নি। ফলে যা হওয়ার তাই হয়েছে। হাতছাড়া হয়েছে ম্যাচ। ২০৬ রান তাড়া করতে নেমে গুজরাট টাইটানসের ইনিংস থামল ১৪৩/৮ রানে। পরপর দুই ম্যাচে জিতল চেন্নাই সুপার কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করেছে সিএসকে।