Robinho: ইস্টবেঙ্গলে না-ও আসতে পারেন রবিনহো

বাংলাদেশের বসুন্ধরা কিংসের রবিনহো (Robinho) কি ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন? সম্প্রতি ময়দানে উঠতে শুরু করেছিল এই প্রশ্ন। দল বদল সংক্রান্ত জল্পনার গতি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছেন।…

Speculations Arise as Robinho's Potential Move to East Bengal Emerges

বাংলাদেশের বসুন্ধরা কিংসের রবিনহো (Robinho) কি ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন? সম্প্রতি ময়দানে উঠতে শুরু করেছিল এই প্রশ্ন। দল বদল সংক্রান্ত জল্পনার গতি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছেন। রবিনহো ও ইস্টবেঙ্গল হয়ে উঠেছিল ফুটবল প্রেমীদের আলোচনার অন্যতম বিষয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ দাবি করেছেন, বাংলাদেশে খেলা অন্যতম সেরা বিদেশি সামনের মরসুম যোগ দিতে পারেন ইস্টবেঙ্গলে। যদিও ক্লাবের পক্ষ থেকে এ ব্যাপারে কিছুই বলা হয়নি। তবুও দল বদল সংক্রান্ত জল্পনা থামার নয়। ফলত ফুটবল প্রেমীদের একাংশের মধ্যে ব্রাজিলের এই ফুটবলারকে নিয়ে কৌতূহল রয়েই গিয়েছে।

বাংলাদেশের অন্যতম সফল ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস। বসুন্ধরার সাফল্যের অন্যতম কারিগর এই রবসন রবিনহো। ফ্লুনিমেশের প্রাক্তন এই ফুটবলার বসুন্ধরা কিংসের হয়ে ইতিমধ্যে করেছেন পঞ্চাশের বেশি গোল। এছাড়াও রয়েছেন বেশ কিছু অ্যাসিস্ট। এশিয়ান টুর্নামেন্টে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচেও চোখে পড়ার মতো পারফর্ম করেছিলেন এই শৈল্পিক ফুটবলার।

বসুন্ধরা কিংস থেকে রবসন রবিনহো সত্যি কি আসছেন ইস্টবেঙ্গল ক্লাবে? হলফ করে এখনই কিছু বলা কঠিন। তবে জল্পনার গতি দ্রুত রুদ্ধ হতে পারে। কারণ তিনি কলকাতার শতাব্দী প্রাচীন এই ক্লাবে না-ও আসতে পারেন বলে মনে করছেন ভারতীয় ফুটবল মহলের একাংশ। ট্রান্সফার উইন্ডো খোলার আগে মাঝে এখনও অনেকটা সময় বাকি রয়েছে। দল গঠন করার ব্যাপারে ইস্টবেঙ্গল কর্তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। তাঁরা কাকে সই করাবেন সেটা নিশ্চিত জানতে হলে আপাতত অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই।