Modi: ৮ বছরে মোদীর বলি-টলি ভ্রমণ, পক্ষে বিপক্ষে সামিল হেভিওয়েটরা

প্রধানমন্ত্রী হিসেবে ৮ বছর পার করে ফেলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। বেশ খানিকটা বিশ্ব ভ্রমণ করে ফেলেছেন তিনি। সাক্ষাৎ করেছেন বলিউড থেকে টলিউড সব তারকা…

Modi: ৮ বছরে মোদীর বলি-টলি ভ্রমণ, পক্ষে বিপক্ষে সামিল হেভিওয়েটরা

প্রধানমন্ত্রী হিসেবে ৮ বছর পার করে ফেলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। বেশ খানিকটা বিশ্ব ভ্রমণ করে ফেলেছেন তিনি। সাক্ষাৎ করেছেন বলিউড থেকে টলিউড সব তারকা সঙ্গেই। নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্ব কালে বিনোদন জগতে (entertainment Sector) তার প্রাধান্য বেশ অনেকটা।

২০১৯ সালে মোদীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলিউডের সেলেবরা। সেই সাক্ষাতে রণবীর সিং থেকে রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, আয়ুষ্মান খুরানা, আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, করন জহর, ভিকি কৌশল, রাজকুমার রাও সহ আরও অনেকে। তবে সকলের মধ্যমণি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

   

ওই একই বছর সাক্ষাৎ হয়েছিল বলিউড খানেদের সঙ্গে। সেলফি তুলতে ভোলেননি মোদী। এছাড়াও ভারতের সবথেকে বড় কমেডিয়ান কাপিল শর্মার সঙ্গেও দেখা করেন মোদী। শুধু বলি টলি নয়, দক্ষিণী তারকাদের সঙ্গেও দেখা করেছেন প্রধানমন্ত্রী।

Advertisements

অক্ষয় কুমারের সঙ্গে বৈঠকও করেছিলেন তিনি। এছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়েতে উপস্থিত হয়েছিলেন মোদী। ঠিক এই ভাবেই বলিউড থেকে টলিউড (তামিল ফিল্ম দুনিয়া) সকলের মনেই আলাদা জায়গা করে নিয়েছেন নরেন্দ্র মোদী।

শুধু রাজনৈতিক মহলে নয়, বিনোদন জগতেও তিনি বিশেষ ভাবে বিচরণ করে তা আর বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক লক্ষে রুপোলি দুনিয়ায় মোদীর ভ্রমণ বারবার আলোচিত।

তবে ভারতীয় রুপোলি জগতে মোদীর বিরোধিতা আছে। অভিনেতা প্রকাশ রাজ, কামাল হাসান, স্বরা ভাস্কর, প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ, শাবনা আজমি, সুরকার গীতিকার জাভেদ আখতার সহ আরও অনেকে মোদীর ও বিজেপি-সংঘ পরিবার বিরোধিতায় সামিল।