কয়লা পাচার তো দূরের কথা, ঘুঁটে পাচারে নাম দেখালেও ফাঁসিতে ঝুলব: শওকত মোল্লা

কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) সিবিআইয়ের (CBI) নজরে ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)। শুক্রবার নিজাম প্যালেসে হাজিরার জন্য তলব করেছিল সিবিআই। হাজিরা…

Saokat Molla made explosive remarks about the CBI investigation into the Coal Scam

কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) সিবিআইয়ের (CBI) নজরে ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)। শুক্রবার নিজাম প্যালেসে হাজিরার জন্য তলব করেছিল সিবিআই। হাজিরা এড়িয়েছেন তিনি। এবার তাঁর দাবি কয়লা পাচার তো দূরের কথা, ঘুঁটে পাচারে যদি নাম দেখাতে পারে ফাঁসিতে ঝুলব।

বিধায়ক শওকত মোল্লা বলেছেন, আমাদের দল থেকে এক বিশ্বাসঘাতক মিরজাফর যে ওই দলে চলে গেছে। প্রতিদিন তার বাবার কাছে গিয়ে বলছে, বাবা তৃণমূলের এই নেতাটাকে টাইট দিতে হবে৷ তার জন্য তোমার মন্ত্র প্রয়োগ করো। মন্ত্রটা কী? সিবিআইকে কাজে লাগাও। ইডিকে কাজে লাগাও৷ প্রতিদিন সকাল হলেই টেলিভিশনের পর্দায় চোখ রাখলে দেখবেন কোনও না কোনও তৃণমূল নেতাকে ডেকে পাঠিয়েছে সিবিআই। কিন্তু বিজেপি করলে তা হয় না। শওকতের এই মন্তব্যে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝাঁঝ পাচ্ছে রাজনৈতিক মহল৷

প্রসঙ্গত, কয়লা পাচারকাণ্ডে এর আগে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। সূত্রের খবর, বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর্থিক লেনদেনের বিষয়ে বিস্তারিত তথ্য জানতেই তলব আসে ইডির। ইতিমধ্যেই ইডির সদর দফতরে দু’বার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেককে। এবার সেই কয়লা পাচারকাণ্ডে শওকত মোল্লাকে তলব করে সিবিআই।

সিবিআই সূত্রে খবর, শওকত মোল্লাকে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ একাধিক তথ্য নিয়ে হাজিরা দিতে বলে সিবিআই। কিন্তু প্রশাসনিক কাজের কথা জানিয়ে সিবিআই হাজিরা এড়য়ে যান তিনি। ১৫ দিন বাড়তি সময় নিয়েছেন সিবিআইয়ের কাছ থেকে।