One man one post: তৃণমূলেও এক ব্যক্তি এক পদ নীতি আনছেন অভিষেক

পঞ্চায়েত নির্বাচনেরপ্রস্তুতি সেরে ফেলতে চায় তৃণমূল (TMC party)। সেইমতো চলতি মাসেই গোটা রাজ্যে ব্লক সভাপতি পদে নাম ঘোষণা করতে চলেছে ঘাসফুল শিবির৷ সূত্রের খবর, ব্লক…

Abhishek Banerjee

পঞ্চায়েত নির্বাচনেরপ্রস্তুতি সেরে ফেলতে চায় তৃণমূল (TMC party)। সেইমতো চলতি মাসেই গোটা রাজ্যে ব্লক সভাপতি পদে নাম ঘোষণা করতে চলেছে ঘাসফুল শিবির৷ সূত্রের খবর, ব্লক সভাপতি নির্বাচনের ঝাড়াই বাছাই পর্বে নিজেই মাঠে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷

তৃণমূল সূত্রে খবর, অভিষেক নিজে এই দায়িত্ব নেওয়ায় খুশি নীচু তলার কর্মীরা। তাঁদের ধারণা, ব্লক সভাপতি নির্বাচনে এবার ‘এক ব্যক্তি এক পদ’ এর নীতি লাগু হতে পারে।

নীচু তলার কর্মীদের দাবি, ব্লক স্তরের নেতারা আগাগোড়াই একাধিক পদ নিয়ে বসে রয়েছেন। একাধিক ব্লক সভাপতির বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ রয়েছে৷ এমনকি তাঁরা জনপ্রতিনিধিও৷ তাই ব্লক স্তরে একাধিক পদ নিয়ে বসে থাকা জনপ্রতিনিধিদের এবার ডানা ছাঁটা হতে পারে। সেখানে গুরুত্ব পেতে পারে নতুন মুখ।

তবে তৃণমূল সূত্রে খবর, ব্লক সভাপতি নির্বাচনের ক্ষেত্রে আলাদা করে সমীক্ষা শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ গোটা রাজ্যেই কাজ করছে অভিষেকের আলাদা একটি টিম। সেই টিমের তরফে ব্লক সভাপতি পদের জন্য বেশ কিছু নাম পাঠানো হবে অভিষেকের কাছে। পাশাপাশি বিধায়কদের কাছ থেকেও নাম প্রস্তাবের কথা বলা হয়েছে। দুটি তালিকা থেকে ঝাড়াই বাছাই করে নতুন তালিকা তৈরি করা হবে।

সেখানে দলে যাদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। যাদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তাঁদেরকেই বেছে নেওয়া হতে পারে। ইতিমধ্যেই সেই তালিকা অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে এসে উপস্থিত হয়েছে। দুর্নীতি মুক্ত নেতাদের ছেঁকে নেওয়ার কাজও শুরু হয়েছে। সেখান থেকে তৈরি হবে আরও একটি নতুন তালিকা।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলমহল সফর সেরে ফিরলেই ব্লক সভাপতিদের নাম ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস৷ একইসঙ্গে বেশ কিছু জেলা সভাপতি পদেও রদবদল আসতে পারে৷ সবক্ষেত্রেই চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।