SSC Scam: ‘টাকা ফেরত দিন’, ঘুষ দেওয়া হবু শিক্ষকদের ধর্না চলছে

চাইলেই কি টাকা ফেরত পাওয়া যায়! অতএব ধর্না চলছে। ধর্না দিচ্ছেন এমন হবু শিক্ষকরা, যারা ঘুষ দিয়ে চাকরি (SSC Scam) পেতে চাইছিলেন। যোগ্যদের পিছনে ফেলে…

চাইলেই কি টাকা ফেরত পাওয়া যায়! অতএব ধর্না চলছে। ধর্না দিচ্ছেন এমন হবু শিক্ষকরা, যারা ঘুষ দিয়ে চাকরি (SSC Scam) পেতে চাইছিলেন। যোগ্যদের পিছনে ফেলে বেআইনিভাবে চাকরি পাওয়ার চেষ্টা আপাতত বিশবা়ঁও জলে। সিবিআই, ইডি দুই তদন্তের সাঁড়াশি হামলা শুরু হয়েছে।

সময়ের সঙ্গে ফাঁস হচ্ছে শিক্ষক নিয়োগের দুর্নীতি। মকড়সার জালের মতো ছড়িয়ে পড়া এই দুর্নীতির চক্র রাজ্য জুড়ে। এবার যারা চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিল তাদের বাড়ির সামনে ধর্না দিতে দেখা গেল চাকরি প্রার্থীদের। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের যোগমায়া এলাকায়। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছে পাওনাদাররা।

অভিযোগ, এলাকার বাসিন্দা বিপ্লব মণ্ডল প্রাথমিক শিক্ষক নিয়োগে চাকরি দেওয়ার নাম করে বাপি সরকারের কাছে লক্ষাধিক টাকা নিয়েছিল। কিন্তু সে চাকরি দিতে পারেনি। টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও তা পূরণ করতে পারেনি। তাই সকাল থেকে বিপ্লবের বাড়ির সামনে ধর্নায় বসে চাকরি প্রার্থীরা।

অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে নয় বছর আগে সাড়ে চার লক্ষ টাকা করে নিয়েছিল বিপ্লব। তারপর দীর্ঘদিন ধরে বেপাত্তা ছিল। ফোনে যোগাযোগ করা যায়নি। চাকরি প্রার্থীদের বক্তব্য, এভাবে অনেকের কাছ থেকে টাকা নিয়ে সম্পত্তি বাড়িয়েছে বিপ্লব। চার বছর বছরে বেপাত্তা ছিল। আরও অভিযোগ, পুলিশে বলার পরেও টাকা ফেরত দেয়নি।

উল্লেখ্য, রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির জাল সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে সিবিআই জেরার মুখোমুখি হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিপুল আর্থিক দুর্নীতির খোঁজ করতে তদন্তে নেমেছে ইডি।