Tripura Election 2023: ত্রিপুরায় ফের বাম সরকার হলেই শিক্ষক নিয়োগ শুরু, প্রতিশ্রুতি সিপিআইএমের

ত্রিপুরার (Tripura) শাসক দল বিজেপি (BJP) সর্বভারতীয় সভাপতির নির্বাচনী (Tripura Election 2023) প্রচারের মাঝেই রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমের (CPIM) নেতৃত্বে বিপুল নিয়োগ বার্তা দিয়ে প্রতিশ্রতি পত্র প্রকাশ করা হলো।

Tripura Election 2023 CPIM

ত্রিপুরার (Tripura) শাসক দল বিজেপি (BJP) সর্বভারতীয় সভাপতির নির্বাচনী (Tripura Election 2023) প্রচারের মাঝেই রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমের (CPIM) নেতৃত্বে বিপুল নিয়োগ বার্তা দিয়ে প্রতিশ্রতি পত্র প্রকাশ করা হলো।

এতে দাবি করা হয়েছে, পুনরায় রাজ্যে বাম সরকার গঠিত হলে ফের শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগ শুরু হবে। এদিকে কর্মচ্যুত হাজার হাজার শিক্ষক শিক্ষিকা গত পাঁচ বছর বিজেপি শাসনে লাগাতার আন্দোলন করেও চাকরি না পেয়ে ক্ষুব্ধ। তারা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপির বিরুদ্ধেই প্রচার শুরু করেছেন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সিপিআইএম তথা বাম শিবিরের নির্বাচনী প্রতিশ্রুতি, ছাঁটাই হওয়া ১০৩২৩ শিক্ষক শিক্ষিকার সরকারি চাকরিতে নিয়োগ হবে। এই কর্মচ্যুতেদের যারা ইতিমধ্যে মারা গেছেন তাঁদের পরিবারকে সাহায্য করা হবে।

ত্রিপুরায় গত বাম জমানায় ১০৩২৩ জনকে শিক্ষক শিক্ষিকাদের চাকরি হয়। তবে সেই নিয়োগ নিয়ে আইনি জটিলতা অভিযোগে আদালতের নির্দেশে তাঁদের চাকরিচ্যুত করা হয়। বিজেপির প্রতিশ্রুতি ছিল তারা সরকার গড়লে এই সমস্যার দ্রুত সমাধান হবে। ঘরে ঘরে চাকরি হবে। অভিযোগ, বিজেপি সরকারে এসে দুটি প্রতিশ্রুতির কোনওটাই পালন করেনি। ক্ষুব্ধ শিক্ষক শিক্ষিকারা বারবার মুখ্যমন্ত্রীর দফতরে অভিযান করেন। সবশেষ তারা ভোটের আগে জানান,বিজেপিকে একটিও ভোট দেবেন না এই প্রচার করবেন।

বাম প্রতিশ্রুতিতে চমক বিনা খরচে বিদ্যুতের ব্যবহার। এতে রাজনৈতিক মহল আলোড়িত। প্রতিশ্রুতিতে বলা হয়েছে, মাসে পঞ্চাশ ইউনিট পর্যন্ত যে সকল পরিবার বিদ্যুত ভোগ করেন সরকার সেই সকল পরিবারের বিদ্যুতের ব্যয় বহন করবে। এছাড়াও সামাজিক ভাতা প্রদান, এইমস ধরণের হাসপাতাল তৈরি করার দাবি করা হয়। বছরে দুশো দিনের কাজের দাবি করেছে বামফ্রন্ট।