এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের আগে তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াল Bengaluru FC

৫ ফেব্রুয়ারি ইন্ডিয়ান সুপার লিগের ম‍্যাচে এটিকে মোহনবাগানের (Mohun Bagan) মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)।

Footballer Gurpreet Singh Sandhu

৫ ফেব্রুয়ারি ইন্ডিয়ান সুপার লিগের ম‍্যাচে এটিকে মোহনবাগানের (Mohun Bagan) মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। তার আগে দলের গুরুত্বপূর্ণ ফুটবলার গুরপ্রীত সিং সাঁধুর সাথে ২০২৮ সাল অবধি চুক্তি বর্ধন করলো বেঙ্গালুরু এফসি। ৩১ বছর বয়সী এই তারকা ভারতীয় গোলকিপার ২০১৭ সালে যোগদান করেছিলেন বেঙ্গালুরু এফসিতে, তারপর থেকেই এই দলের অন‍্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য তিনি।

ক্লাবে যোগদান দেওয়ার প্রথম বছরেই বেঙ্গালুরু এফসিকে আইএসএল ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গুরুপ্রীত। যদিও বেঙ্গালুরু এফসি ফাইনালে হেরে যায়, তবুও ওই বছর অসামান্য গোল কিপিং করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। তবে ফাইনালে হারার হতাশা পরের মরশুমেই সুদে আসলে মিটিয়ে নিয়েছিলো বেঙ্গালুরু। ২০১৮-১৯ মরশুমে আইএসএল চ‍্যাম্পিয়ান হয়েছিল তারা।

ইস্টবেঙ্গলের এই প্রাক্তন গোলকিপার আইএসএলের মঞ্চে দারুণ পারফরম্যান্স দিয়েছে, বেঙ্গালুরু এফসি দলের অন‍্যতম প্রান পুরুষ বলা চলে তাকে। দুই বার আইএসএলের গোল্ডেন গ্লাভস জিতেছিলেন তিনি।

ভারতের জাতীয় দলের প্রথম পছন্দের গোলকিপার গুরপ্রীত। ২০১১ সালে আন্তর্জাতিক অভিষেক করেন গুরপ্রীত। এখনও অবধি ৫৬ টা ম‍্যাচ খেলেছেন দেশের হয়ে। ভবিষ্যতে দেশ এবং ক্লাবের হয়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন গুরপ্রীত এমনটাই আশা রাখা হচ্ছে।