ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবারের আইপিএল দলের প্রতি আগ্রহ

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেড মালিকরা সম্প্রতি নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। আইপিএল ২০২২ আগের চেয়ে আলাদা হতে চলেছে। কারণ এটিতে ২ টি…

Manchester United, is interested in the IPL team

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেড মালিকরা সম্প্রতি নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। আইপিএল ২০২২ আগের চেয়ে আলাদা হতে চলেছে। কারণ এটিতে ২ টি নতুন দলের অন্তর্ভুক্তির সাথে ১০ দলের টুর্নামেন্টে হতে চলেছে। ম্যানচেস্টার ইউনাইটেড নিঃসন্দেহে অন্যতম বিখ্যাত খ্যাতিমান ফুটবল ক্লাব এবং তাদের মালিকরা আইপিএল দলের মালিক হওয়ার ব্যাপারে গভীর আগ্রহ দেখাচ্ছে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ইতিমধ্যেই নতুন দুটি দল চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে। আইপিএলে এই ব্যাপক পরিবর্তনের কারণে আগামী বছর একটি মেগা নিলাম অনুষ্ঠিত হবে। বিসিসিআই একটি বেসরকারি ইক্যুইটি ফার্মের মাধ্যমে ITT (দরপত্রের আমন্ত্রণ) চালু করেছে। ম্যানচেস্টার ইউনাইটেড মালিকরা ইতিমধ্যেই আইটিটি অর্থাৎ দরপত্র তুলে নিয়েছে। এখন অপেক্ষা আগামী বছরের মহা নিলামের।