আমাদের জ্ঞান দেবেন না, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে কড়া ধমক সুপ্রিম কোর্টের

ফের একবার সুপ্রিম কোর্টে (Supreme Court) মুখ পুড়ল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের। গ্যাংস্টার আবু সালেমের হয়ে সওয়াল করতে গিয়েই কেন্দ্রকে শীর্ষ আদালতের তীব্র ভর্ৎসনার মুখে…

Supreme Court slams Centre in Abu Salem case

ফের একবার সুপ্রিম কোর্টে (Supreme Court) মুখ পুড়ল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের। গ্যাংস্টার আবু সালেমের হয়ে সওয়াল করতে গিয়েই কেন্দ্রকে শীর্ষ আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়।

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ কাউল এবং বিচারপতি এমএম সুন্দ্রেশের ডিভিশন বেঞ্চ স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে স্পষ্ট বলে, আমাদের জ্ঞান দিতে আসবেন না। আমরা আপনার পরামর্শকে কোনভাবেই হালকাভাবে দেখতে রাজি নই। কোনও একটি বিষয় নিয়ে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু সেই কাজ না করে আপনারা এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন। আমারা এখানে জ্ঞান শোনার জন্য বসে নেই। যখন সিদ্ধান্ত নেওয়ার সময় হবে তখন আমরা অবশ্যই সিদ্ধান্ত নেব। আপনার পরামর্শের কোনও প্রয়োজন হবে না। সরকারের তরফে আপনি যে হলফনামা পেশ করেছেন তাতে যে সমস্ত বাক্য লেখা আছে সেটাও আমাদের পছন্দ নয়।

উল্লেখ্য, গ্যাংস্টার আবু সালেম বর্তমানে পর্তুগালে রয়েছে। তাকে প্রত্যর্পণ করে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার লাগাতার চেষ্টা চালালেও সফল হয়নি। এল কে আদবানি যখন উপপ্রধানমন্ত্রী ছিলেন সেসময় তিনি পর্তুগাল সরকারকে আশ্বাস দিয়েছিলেন যে, আবু সালেম ভারতে এলে তার শাস্তির মেয়াদ কখনওই ২৫ বছরের বেশি হবে না। সাজার মেয়াদ শেষ হবে ২০৩০ সালের ১০ নভেম্বর। এ বিষয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়। ওই মামলার শুনানিতে কেন্দ্রের বক্তব্য পেশ করেন স্বরাষ্ট্র সচিব ভাল্লা। তিনি শীর্ষ আদালতকে জানান তৎকালীন উপ-প্রধানমন্ত্রীর দেওয়ার আশ্বাস সরকার মানতে বাধ্য। এই মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ সরকারকে হলফনামা দাখিল করতে বলে। সেই হলফনামা পাঠ করার সময়ই ডিভিশন বেঞ্চের এমন কড়া ভর্ৎসনার মুখে পড়ল মোদী সরকার।