২৭ বছরের রেকর্ড ভেঙে ভয়াবহ বন্যায় মেঘালয়ে বাড়ছে মৃতের সংখ্যা

ভয়াবহ বন্যার কবলে উত্তরপূর্বের একাধিক রাজ্য। বাড়ছে মৃত্যু সংখ্যা। ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ। ভয়াবহ বন্যার কবলে পড়ে সবথেকে ক্ষতির সম্মুখীন হয়েছে অসম (Assam) ও মেঘালয়…

ভয়াবহ বন্যার কবলে উত্তরপূর্বের একাধিক রাজ্য। বাড়ছে মৃত্যু সংখ্যা। ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ। ভয়াবহ বন্যার কবলে পড়ে সবথেকে ক্ষতির সম্মুখীন হয়েছে অসম (Assam) ও মেঘালয় (Meghalaya) রাজ্য।

জানা গিয়েছে, মেঘালয়ে বৃষ্টি সম্পর্কিত ঘটনার কারণে প্রায় ১২ জন প্রাণ হারিয়েছেন। ভূমিধসের কারণে নযজন মারা গেলেও দক্ষিণ গারো পাহাড়ের বাগমারায় আকস্মিক বন্যায় তিনজন প্রাণ হারিয়েছেন।
অবিরাম বৃষ্টিপাতের ফলে রাজ্যে বিপর্যয় সৃষ্টি হয়েছে এবং পূর্ব খাসি পাহাড়ের মৌসিনরাম নির্বাচনী এলাকার আট জন ব্যক্তি বৃষ্টি-প্ররোচিত ভূমিধসের কারণে প্রাণ হারিয়েছেন।

ডাঙ্গারে ভূমিধসের কারণে একটি পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের নাম কাইলিটি ল্যাংপেন (৩২), শানবর্লাং মারাকের স্ত্রী, তাদের মেয়ে ডাফিশিশা ল্যাংপেন (১২), ছেলে ডাশখেলাং ল্যাংপেন (৫), মেয়ে দাওয়ানবিয়াং ল্যাংপেন (৩)। এদের মধ্যে একটি ৬ মাসের শিশুও রয়েছে।

কেনমিনসাউতে ড্রিট বায়ার্সাউ নামে এক মহিলা নিহত হয়েছেন, তার স্বামী রবিনো কিন্টার এখনও নিখোঁজ রয়েছেন এবং অনুসন্ধান চলছে। মৌসিনরামে শুক্রবার শেষ হওয়া ২৪ ঘণ্টায় ১০০৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত ের পূর্বাভাস দিয়েছে, যা জুনমাসের এক দিনে সর্বোচ্চ, আর পার্শ্ববর্তী চেরাপুঞ্জিতে ৯৭২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আইএমডি।