Agnipath: ‘অগ্নিপথ’ বিক্ষোভে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, শিয়ালদহ শাখায় অবরোধ

সেনাবাহিনীতে অস্থায়ী নয় স্থায়ী নিয়োগের দাবিতে চলছে বিক্ষোভ। মোদী সরকারের অগ্নিপথ (Agnipath) প্রকল্প বিক্ষোভের জেরে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনে আগুন, স্টেশনে হামলায়…

সেনাবাহিনীতে অস্থায়ী নয় স্থায়ী নিয়োগের দাবিতে চলছে বিক্ষোভ। মোদী সরকারের অগ্নিপথ (Agnipath) প্রকল্প বিক্ষোভের জেরে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনে আগুন, স্টেশনে হামলায় বিহার, তেলেঙ্গানা সহ বিভিন্ন রাজ্য উত্তপ্ত।

বিক্ষোভ ও বিহার বনধের জেরে পূর্ব-মধ্য রেল অঞ্চলে ছাত্র বিক্ষোভের জেরে শনিবার বাতিল করা হয়েছে পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন। বাতিল করা হয়েছে হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-দ্বারভাঙা এক্সপ্রেস ও হাওড়া-জয়নগর এক্সপ্রেস। জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।

বাতিল করা হয়েছে, আসানসোল-গয়া মেমু এক্সপ্রেস, আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস, কলকাতা- জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া- দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, বাকা-রাজেন্দ্রনগর ইন্টারসিটি এক্সপ্রেস, মালদা টাউন- নিউদিল্লি এক্সপ্রেস, ভাগলপুর-আনন্দপুর গরীবরথ এক্সপ্রেস।

আরও পড়ুন: Agnipath: সেনাবাহিনীতে স্থায়ী চাকরির দাবিতে বিহারে বনধ, চাপ বাড়ছে মোদী সরকারের

বিক্ষোভের প্রভাব পড়েছে এ রাজ্যেও। শিয়ালদা মেন শাখায় ব্যারাকপুর স্টেশনে রেল অবরোধ। শনিবার সকাল থেকে বারাকপুর স্টেশনের ১৪ নম্বর লাইনে এই বিক্ষোভ শুরু হয়েছে। লাইনে বসে স্লোগান দিতে শুরু করেছেন বিক্ষোভকারীরা। ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এই মুহূর্তে শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল পুরোপুরি স্তব্ধ। প্রবল সমস্যার মুখে নিত্যযাত্রীরা।

গত তিন দিন ধরে একাধিক জায়গায় ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। জ্বলন্ত ট্রেনের ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। পাশাপাশি একাধিক রেল স্টেশনগুলিতে হামলার অভিযোগ উঠেছে। এর ফলে সরকারকে বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে। তাই বিক্ষোভকারীদের এধরনের কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

সংবাদ সংস্থা এএনআই-কে রেলমন্ত্রী বলেন, রেল আমাদের জাতীয় সম্পত্তি। এর কোনও ক্ষতি না হয় তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সকলের। প্রত্যেকের কাছে আমার আবেদন, কেউ হিংসার পথে হাঁটবেন না। রেলের সম্পত্তি নষ্ট করবেন না। রেল আমাদের দেশের সম্পত্তি। আমাদের সম্পত্তি এবং এটা আমাদের পরিষেবার জন্যই রয়েছে।