Agnipath: সেনাবাহিনীতে স্থায়ী চাকরির দাবিতে বিহারে বনধ, চাপ বাড়ছে মোদী সরকারের

অগ্লিপথ (Agnipath) প্রকল্পে নিয়োগ শুরু করেছে বায়ুসেনা। দ্রুত নিয়োগ করতে চলেছে স্থল ও নৌসেনা। আর কেন্দ্রের মোদী সরকারের এই অস্থায়ী সেনা-চাকরির প্রতিবাদে জ্বলছে বিহার। থমথমে…

অগ্লিপথ (Agnipath) প্রকল্পে নিয়োগ শুরু করেছে বায়ুসেনা। দ্রুত নিয়োগ করতে চলেছে স্থল ও নৌসেনা। আর কেন্দ্রের মোদী সরকারের এই অস্থায়ী সেনা-চাকরির প্রতিবাদে জ্বলছে বিহার। থমথমে তেলেঙ্গানা। সেকেন্দ্রাবাদে ফের পুলিশ ও চাকরি প্রার্থী যুবকদ্র সংঘর্ষ হবার আশঙ্কা। উত্তর প্রদেশ সহ অন্যান্য রাজ্যেও হিংসাত্মক আন্দোলন চলেছে।

কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ পরকল্পের বিরোধিতায় দেশের ১৩ টি রাজ্যে হিংসার ঘটনা ছড়িয়েছে। গত তিন দিন ধরে বিক্ষোভ চলে সারা দেশজুড়ে। শনিবার এর প্রতিবাদে ২৪ ঘন্টা বন্‌ধের ডাক দিয়েছে বিহারের একাধিক ছাত্র সংগঠন। ১২ টি জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা।

ছাত্রদের ডাকা বন্‌ধকে সমর্থন করেছে বিরোধী মহাজোটের বড় শরিক আরজেডি। সকাল থেকে বিহারে হিংসার ঘটনা লেগেই রয়েছে। জেহানাবাদে একটি ট্রাকে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। একাধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিহার জুড়ে বিক্ষোভ চলছে। একাধিক ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনার পরেই ১২ টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার সকালে আরা জেলায় সিপিআইএমএল (লিবারেশন) ছাত্র শাখা অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (আইসা) তরফে শুরু হয়েছে বিক্ষোভ। রাস্তায় পোস্টার ব্যানার হাতে আইসা কর্মীদের বিক্ষোভে সামিল। লিবারেশন বিহারের বিরোধী মহাজোটের দ্বিতীয় বড় শরিক।

অগ্নিপথ প্রকল্প বিরোধী আন্দোলনে ছাত্রদের সমর্থনে রবিবার সত্যাগ্রহে বসতে চলেছে কংগ্রেস। সমস্ত সাংসদ এবং কেন্দ্রীয় নেতারা আগ্নিপথের বিরোধিতায় এবং ছাত্রদের সমর্থনে সত্যাগ্রহে শামিল হবেন।

অন্যদিকে গতকাল তেলেঙ্গানায় সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনে পুলিশের গুলিতে এক বিক্ষোভকারীর মৃত্যুর পর থমথমে পরিস্থিতি। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ২৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

অগ্নিপথ প্রকল্পে চার বছরের চুক্তিতে সেনাবাহিনীতে যারা চাকরি পাবে তাদের অগ্নিবীর বলা হবে। এদের জন্য স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছে। আন্দোলনের চাপে বেড়েছে নিয়োগের উর্ধ্বসীমা। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ট্যুইট করে একথা জানানো হয়েছে।

শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন সিআরপিএফে ‘অগ্নিবীর’দের অগ্রাধিকার দেওয়া হবে। তার পর দিনই সামনে এল এই ঘোষণা। ইতিমধ্যে প্যারা মিলিটারি ফোর্সে যে ৭৩ হাজার পদ খালি রয়েছে, তা ভর্তি সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিক্ষোভকারীদের দাবি, নিয়োগ চুক্তিভিত্তিক নয় হোক পূর্ণ মেয়াদের।