KYC: এক অ্যাপেই জেনে যাবেন আপানার কেন্দ্রের প্রার্থীর সম্পত্তির পরিমাণ

আপনার কেন্দ্রের প্রার্থীকে চেনেন না ? কিন্তু তার বিষয়ে আপনি জানতে চান ? তাহলে আর লোকের ভরসায় আপনাকে থাকতে হবে না। থাকতে হবে না গুগুলের…

kyc

আপনার কেন্দ্রের প্রার্থীকে চেনেন না ? কিন্তু তার বিষয়ে আপনি জানতে চান ? তাহলে আর লোকের ভরসায় আপনাকে থাকতে হবে না। থাকতে হবে না গুগুলের ভরসাতেও। এক ক্লিকেই জেনে যাবেন আপনার প্রার্থী সব খুঁটিনাটি। শুধু তাই নয়, আপনার প্রার্থীর সম্পত্তির পরিমাণও জেনে যাবেন এক নিমিষে।

ভোটারদের সহায়তা করতে এই অ্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন। এখানে আপনি ভোটার তালিকা থেকে ভোট কেন্দ্র পর্যন্ত, সমস্ত তথ্য পাবেন। এই অ্যাপটির নাম নো ইয়র ক্যান্ডিডেট। গুগুল প্লে স্টোর থেকে সহজেই নামিয়ে ফেলতে পারেবন এই অ্যাপটি।

   

এই অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার প্রার্থীর নামে ফৌজদারি মামলা আছে কিনা। এছাড়া আরও অনেক তথ্য। নির্বাচন কমিশনের মতে, যাতে কাউকে কোনও কিছুর প্রয়োজনের জন্য কোনও রাজনৈতিক দল বা প্রার্থীদের কাছে না যেতে হয়, তার জন্যই এই অ্যাপ আনা হয়েছে। শুধু তাই নয় ভোটের সময় আপনার এলাকায় কোনও নিয়ম লঙ্ঘন করা হচ্ছে বা ঝামেলা হচ্ছে, তাহলে এই অ্যাপে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।