IED Blast: ভোট চলাকালীন ভয়াবহ আইইডি বিস্ফোরণ, উড়ে গেলেন কেন্দ্রীয় জওয়ান

প্রথম দফার লোকসভা ভোটের দিন ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল রাজ্যে। আজ শুক্রবার ছত্তিশগড়ের বিজাপুর জেলার উসুর থানা এলাকার গালগাম এলাকায় এরিয়া ডমিনেশন টিমে কর্মরত এক…

প্রথম দফার লোকসভা ভোটের দিন ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল রাজ্যে। আজ শুক্রবার ছত্তিশগড়ের বিজাপুর জেলার উসুর থানা এলাকার গালগাম এলাকায় এরিয়া ডমিনেশন টিমে কর্মরত এক সিআরপিএফ জওয়ান ইউবিজিএল সেল (IED Blast) বিস্ফোরণে আহত হয়েছেন।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিজাপুর জেলার ভৈরামগড়ের চিহকা গ্রামের কাছে আইইডি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন এক সিআরপিএফ জওয়ান। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিজাপুর জেলার ভৈরামগড়ের চিহকা গ্রামের কাছে বস্তারে ভোট চলাকালীন একটি আইইডি বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনায় ভোটের ডিউটিতে থাকা এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। আইইডি বিস্ফোরণে আহত হয়েছেন সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট মনু এইচসি। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের বাম পা ও বাম হাতে চোট লেগেছে।

জানা গিয়েছে, চিহকা এলাকায় টহল দিচ্ছিল সিআরপিএফ-এর দল। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট মনু এইচসি ৬২ তম ব্যাটালিয়নের ই কোম্পানিতে নিযুক্ত রয়েছেন। আহত অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টকে চিকিৎসার জন্য ভৈরামগড় হাসপাতালে আনা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, আহত জওয়ানের প্রাথমিক চিকিৎসা চলছে।

ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে নিরাপত্তা বাহিনী এনকাউন্টারে ৭৯ জনেরও বেশি মাওবাদীকে হত্যা করেছে। দেড় শতাধিক মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। বস্তারকে নকশালমুক্ত করতে ভিন রাজ্যের জওয়ান ও পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে বিশেষ অভিযান চালাচ্ছেন জওয়ানরা। নকশালদের কোর এলাকায় ঢুকে তল্লাশি অভিযান চালাচ্ছেন জওয়ানরা।

তেমনই ভোটের আবহে ছত্তিশগড়ের বিভিন্ন এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে নিরাপত্তারক্ষীদের টহল।