Election commission: দুপুর ১টা পর্যন্ত নির্বাচন কমিশনে জমা পড়েছে ৩৮৩টি অভিযোগ

শুক্রবার শুরু হয়ে গেল অষ্টাদশতম লোকসভা ভোট গ্রহণ। এইদিন সকালে সাতটায় শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সারা দেশে একশোর বেশী কেন্দ্রে আজ ভোট গ্রহণ প্রক্রিয়া…

শুক্রবার শুরু হয়ে গেল অষ্টাদশতম লোকসভা ভোট গ্রহণ। এইদিন সকালে সাতটায় শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সারা দেশে একশোর বেশী কেন্দ্রে আজ ভোট গ্রহণ প্রক্রিয়া আছে। এই রাজ্যের উত্তরবঙ্গের তিন কেন্দ্রে আজ ভোট গ্রহণ। কিন্তু সকাল থেকেই বিভিন্ন অশান্তির ঘটনা সামনে এসেছে। মাথা ফেটেছে উভয় পক্ষের বেশ কয়েকজনের। উঠেছে বুথ জ্যামের অভিযোগ। বিজেপির নির্বাচনী বুথে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনাও সামনে এসেছে। বেশ কিছু জায়গায় ভোটারদের ভোট দিতে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। সব মিলিয়ে এই গরমে ভোটের উত্তাপ আরও বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে ৩৮৩টি অভিযোগ জমা পড়েছে। এই খবর লেখা পর্যন্ত ৩৮৩টি অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন বলে জানা গিয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে কোচবিহার থেকে এসেছে ১৭২ অভিযোগ, আলিপুরদুয়ার থেকে এসেছে ১৩৫ অভিযোগ এবং জলপাইগুড়ি থেকে এসেছে ৭৬টি অভিযোগ। দুপুর ১টা পর্যন্ত মোট ৩৮৩টি অভিযোগ আসার ঘটনা কার্যত রেকর্ড সংখ্যা বলে মনে করা হচ্ছে।আলিপুরদুয়ারের সোনারপুর বি এফ পি স্কুলে বুথ জ্যাম, ভোটারদের ভয় দেখানো, বিজেপির বুথ ক্যাম্প ভাঙচুর, বিজেপির কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে শীতলকুচির ময়নাতলিতে দুজনকে মারধরের অভিযোগ উঠেছে। এজেন্টদের বুথে না বসতে দেওয়ার অভিযোগও উঠেছে।

রাজনৈতিক দলগুলোর অভিযোগ মোট ২৮টি। যার মধ্যে বিজেপি ৯, তৃণমূল ৯ এবং সিপিএম ১টি অভিযোগ জমা করেছে। অন্যদিকে রাজভবন রাজ্যপাল পিস রুম থেকে রাজ্যের ভোটের দিক নজর রাখছেন। সেখানেও জমা পড়ছে অভিযোগ। তবে সেই অভিযোগের সংখ্যা এখনও জানা যায়নি। তবে রাজ্যপালের এই পিস রুম নিয়ে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। এই ঘটনাটিকে তৃণমূল বিরোধী প্রচার বলে দাবি করেছেন তিনি।