Crocodile Commandos: আরব সাগরে পাকিস্তানকে বাগে রাখতে নামছে ক্রকোডাইল কমান্ডো বাহিনী

ভারত-পাকিস্তান সীমানা বরাবর বিশেষ অভিযান বর্ডার সিকিউরিটি ফোর্সের। অভিযানে নামানো হয়েছে ক্রিক ক্রকোডাইল কামন্ডোস (Crocodile Commandos)। বুধবার গুজরাটের ভূজ এলাকার হারামি নাল্লা এলাকা থেকে সিজ…

Crocodile Commandos

ভারত-পাকিস্তান সীমানা বরাবর বিশেষ অভিযান বর্ডার সিকিউরিটি ফোর্সের। অভিযানে নামানো হয়েছে ক্রিক ক্রকোডাইল কামন্ডোস (Crocodile Commandos)। বুধবার গুজরাটের ভূজ এলাকার হারামি নাল্লা এলাকা থেকে সিজ করা হয়েছে পাকিস্তানের ৮টা নৌকো। বৃহস্পতিবার অভিযানের পর মিলেছে আরও তিনটি পাক-নৌকো। নজরদারি চালানোর সময় ড্রোনেরও সাহায্য নেওয়া হয়েছে বলে খবর সংবাদ সংস্থা সূত্রে। 

সংবাদ সংস্থায় বিএসএফ -এর এক আধিকারিক জানিয়েছেন, ৩০ ঘন্টারও বেশি চলেছে অভিযান। অপারেশন এখনও জারি রয়েছে। 

‘ অভিযানে বিশেষ বাহিনীকে কাজে লাগানো হচ্ছে। ভারতীয় বায়ু সেনার কপ্টার আকাশ পথে নজরদারি চালাচ্ছেন কমান্ডোরা। গুজরাটের রণ এলাকার বিশেষ কিছু জায়গায় নজর রাখার জন্য নামানো হয় ক্রিক ক্রকোডাইল কমান্ডোদের, ‘ জানিয়েছেন বিএসএফ অফিসার। 

জানা গিয়েছে, বুধবার অভিযান চালানোর সময় পাকিস্তানের আটটি নৌকো জওয়ানদের নজরে পড়ে। তৎক্ষনাৎ দ্রুত গতির বিমানের সাহায্যে স্পটে পৌঁছোনর চেষ্টা করেন তাঁরা। এরই মধ্যে বেগতিক বুঝে নৌকো থেকে ঝাঁপ দেন সন্দেহভাজন ব্যক্তিরা। 

Advertisements

আধিকারিক জানিয়েছেন, যে এলাকায় ব্যক্তিরা লুকিয়ে রয়েছে সেটা খুবই দুর্গম। ঢেউ, ম্যানগ্রোভ থাকার কারণে সহজে লুকোতে পারছে তারা। পাকিস্তানের নৌকো থেকে পালিয়ে তারা এখনও লুকিয়ে রয়েছে। অভিযান চালিয়ে যাচ্ছে বিএসএফ।