Indian Army : চিনকে যোগ্য জবাব দিতে কম ওজনের আধুনিক ট্যাঙ্ক চাইছে ভারত

চিনের সঙ্গে সম্পর্ক এখনও ঠান্ডা-গরমে। সীমান্ত নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে চাইছে না ভারতীয় সেনা। তাই লাদাখের মতো পাহাড়ি এলাকার জন্য হালকা ওজনের আধুনিক ট্যাঙ্ক চাইছে…

চিনের সঙ্গে সম্পর্ক এখনও ঠান্ডা-গরমে। সীমান্ত নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে চাইছে না ভারতীয় সেনা। তাই লাদাখের মতো পাহাড়ি এলাকার জন্য হালকা ওজনের আধুনিক ট্যাঙ্ক চাইছে সেনা। ইতিমধ্যে কথা এগিয়েছে সে ব্যাপারে। 

খবরে প্রকাশ, চিনের বিরুদ্ধে লাইট ওয়েট ট্যাঙ্ক চেয়ে আগেই আবেদন করেছিল ভারতীয় সেনা। প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে প্রায় ২২ মাস হতে চলল। বেজিংয়ের পক্ষ থেকে হালকা ওজনের ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে লাদাখ সীমান্তে। ভারতের কাছে উন্নত ট্যাঙ্ক থাকলেও সেগুলো ওজনে ভারী। ইন্ডিয়ান আর্মির অস্ত্র ভাণ্ডারে রয়েছে টি৯০, টি৭২ – এর মতো ট্যাঙ্ক। যা শত্রু পক্ষের ঘুম ওড়াতে সক্ষম। তবে সমস্যা, এই ট্যাঙ্ক আকাশ পথে বা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সময় সাপেক্ষ। জরুরি পরিস্থিতিতে দ্রুত যুদ্ধাস্ত্র মোতায়েন করা সেনার লক্ষ্য।

 হালকা ট্যাঙ্ক থাকলে সহজে তা নিয়ে যাওয়া যাবে নির্দিষ্ট জায়গায়। উপরে উল্লেখিত ট্যাঙ্ক দুটোর ওজন প্রায় ৪৫ টন। ভারতীয় সেনাবাহিনী চাইছে সর্বোচ্চ ২৫ টনের ট্যাঙ্ক। এ ব্যাপারে কথাবার্তা প্রাথমিক স্তরে রয়েছে বলে খবর। লাইট ওয়েট ট্যাঙ্ক তৈরির জন্য হাত মেলাতে পারে হানোই এবং এল অ্যান্ড টি কোম্পানি।