লোকসভা ভোটের আগে কংগ্রেসে ঝটকা, BJP-তে সামিল হলেন হেভিওয়েট

জল্পনাই সত্যি হল। লোকসভা ভোটের আগে আজ শনিবার চরম ধাক্কা খেল কংগ্রেস। আজ মধ্যপ্রদেশের ভোপালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ পাচৌরি-সহ একাধিক কংগ্রেস নেতা বিজেপি (BJP)-তে…

জল্পনাই সত্যি হল। লোকসভা ভোটের আগে আজ শনিবার চরম ধাক্কা খেল কংগ্রেস। আজ মধ্যপ্রদেশের ভোপালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ পাচৌরি-সহ একাধিক কংগ্রেস নেতা বিজেপি (BJP)-তে যোগ দিলেন।

আজ এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব, প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্য বিজেপি প্রধান ভিডি শর্মা এবং মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। সুরেশ পাচৌরিকে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। তিনি ইউপিএ সরকারে কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। চারবার রাজ্যসভার সাংসদও হয়েছেন তিনি। যদিও আচমকা বিজেপিতে তাঁর যোগদান সকলকে অবাক করে ছেড়ে দিয়েছে। 

মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি ভিডি শর্মা বলেন, “মধ্যপ্রদেশে আমাদের সকলের জন্য এটা গর্বের বিষয় যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সবসময় মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ পাচৌরি বিজেপিতে যোগ দিয়েছেন।”