Mohun Bagan: দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে চুক্তি বাড়ানোর সম্ভাবনা সবুজ-মেরুনের

গত মরশুমের শুরুটা খুব একটা আরামদায়ক না হলেও পরবর্তীতে নিজেদের পুরোনো ছন্দে ফিরে এসেছিল মোহনবাগান (Mohun Bagan) দল। সেখান থেকেই পরবর্তীতে আইএসএল ফাইনালে তারা পরাজিত…

Mohun Bagan Supergiants

গত মরশুমের শুরুটা খুব একটা আরামদায়ক না হলেও পরবর্তীতে নিজেদের পুরোনো ছন্দে ফিরে এসেছিল মোহনবাগান (Mohun Bagan) দল। সেখান থেকেই পরবর্তীতে আইএসএল ফাইনালে তারা পরাজিত করে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি দলকে। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা ছিল দলের সকল সমর্থকদের কাছে। পরবর্তীতে সেই ছন্দ বজায় রেখেই নতুন মরশুমে ডুরান্ড কাপ জয় করে মেরিনার্সরা। তারা পরাজিত করে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে। সাফল্যের এই সাফল্যের সরনীতে আনার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দলের অজি তারকা দিমিত্রি পেত্রাতোসের (Dimitri Petratos)। তার হাত ধরেই এতদূর এগিয়ে আসে বাগান ব্রিগেড।

বলা বাহুল্য, শেষ আইএসএল মরশুমে গোল্ডেন বুটের দৌড়ে ও এগিয়ে ছিলেন তিনি। এমনকি ফাইনাল ম্যাচে তার পা থেকে ও এসেছিল। যা পরবর্তীতে লড়াইয়ে টিকিয়ে রেখেছিল সবুজ-মেরুন ব্রিগেডকে। এমনকি এই ফুটবল মরশুমে ডুরান্ড কাপ ফাইনালে কার্লোস কুয়াদ্রাতের ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে যে একটি মাত্র গোল এসেছিল সেটিও করেছিলেন দিমিত্রি। বলতে গেলে সময় যত এগিয়েছে ততই বাগান জনতার নয়নের মনি হয়ে উঠেছেন এই অজি ফুটবলার।‌ বর্তমানে বিভিন্ন ফ্যান ক্লাবগুলির তরফ থেকে ও স্লোগান ওঠে এই ফুটবলারকে নিয়ে। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের ডার্বিতে ও দিমিত্রি করা গোলেই হার বাঁচিয়ে ছিল মোহনবাগান। 

তাই সবদিক খতিয়ে দেখেই এবার এই বিদেশী ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানোর পথে এগোতে পারে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। সব ঠিকঠাক থাকলে আগামী দুইটি মরশুমের জন্য বাগানের জার্সিতে দেখা যেতে পারে জেসন কামিন্সের দেশের এই ফুটবলারকে। এখন সেদিকেই নজর সকলের।