রাজস্থানে আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি ড্রোন, গুলি চালাল বিএসএফ

২৬ ও ২৭শে জুলাই মধ্যরাতে ফের দেখা মিলল পাকিস্তানি ড্রোনের। বর্ডার সিকিউরিটি ফোর্সের বা বিএসএফ কর্মীরা রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তের উপর দিয়ে একটি ড্রোন উড়তে দেখেন।…

২৬ ও ২৭শে জুলাই মধ্যরাতে ফের দেখা মিলল পাকিস্তানি ড্রোনের। বর্ডার সিকিউরিটি ফোর্সের বা বিএসএফ কর্মীরা রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তের উপর দিয়ে একটি ড্রোন উড়তে দেখেন। এরপর টহলকারী টিমও ড্রোন লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। সূত্রের খবর রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলার ঘারসানা সেক্টরের কাছে বিএসএফ জওয়ানরা এই ড্রোনটিকে দেখেন।

ড্রোন লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ জওয়ানরা
বিএসএফ-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, “ড্রোন সম্পর্কিত তথ্য স্থানীয় পুলিশের সঙ্গে শেয়ার করা হয়েছে। ড্রোন উদ্ধারে যৌথ তল্লাশি অভিযান চলছে। এর আগে শুক্রবার রাতে জম্মুর আন্তর্জাতিক সীমান্তের কাছে পাকিস্তানের দিক থেকে আসা একটি ড্রোন লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। বিএসএফ জানায়, শুক্রবার রাতে কানাচক এলাকায় পাকিস্তানি দিক থেকে একটি আলোর ঝলকানি আসতে দেখে সেনারা। তাঁরা সতর্ক হয়ে ড্রোনের উপর গুলি চালায়। ঘটনার পর বিএসএফ এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।

পাকিস্তানি নাগরিককে আটক করেছে বিএসএফ
এর আগে ১৯ জুলাই বিএসএফ এক পাকিস্তানি নাগরিককে আটক করেছিল। যিনি রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মাকে খুন করার জন্য আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ছিল। পাকিস্তানি সংগঠন তেহরিক-ই-লাব্বাইক নূপুর শর্মাকে হত্যার পরিকল্পনা করেছিল। পাকিস্তানি জঙ্গি রিজওয়ানকে এই কাজের জন্য বেছে নেওয়া হয়। সিআইডি, সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় পুলিশসহ একাধিক সংস্থা এখন রিজওয়ানকে জিজ্ঞাসাবাদ করছে।