Tripura Election 2023: মমতার ‘পাখির চোখ’ ত্রিপুরায় বেহাল তৃণমূল, বেশিরভাগ আসনে নেই প্রার্থী

পশ্চিমবঙ্গে পরপর তিনবার সরকার গড়ার পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন ত্রিপুরার বিধানসভা ভোট (Tripura Election 2023) তাঁর পাখির চোখ। সেই লক্ষ্যে…

mamata banerjee

পশ্চিমবঙ্গে পরপর তিনবার সরকার গড়ার পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন ত্রিপুরার বিধানসভা ভোট (Tripura Election 2023) তাঁর পাখির চোখ। সেই লক্ষ্যে দলের তরফে ত্রিপুরায় (Tripura) সংগঠন ঢেলে সাজানোর নির্দেশ দেন। সে রাজ্যের পুরভোটে আচমকা ভোট পাওয়ার নিরিখে টিএমসি কুড়ি শতাংশের বেশি ভোট পায়। এর পর রাজ্যে সরকার গঠন হবে বলে দাবি করেন (TMC) টিএমসির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বিধানসভা ভোটের মনোনয়ন পেশের হিসেবে দেখা যাচ্ছে ষাটটি কেন্দ্রের মধ্যে ২২টিতে প্রার্থী দিতে পেরেছে পশ্চিমবঙ্গের শাসকদল।

পুরভোটে তৃণমূলের অগ্রগতি দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ত্রিপুরায় নিয়মিত আসবেন। তিনি বিধানসভা ভোটের প্রচারই শুরু করেননি। 

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, তারা একলাই লড়াই করছে। রাজ্যে দ্রুত শক্তি বাড়ছে। আগামী ৬ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন প্রচারে। টিএমসির প্রার্থীদের হয়ে প্রচারে পশ্চিমবঙ্গের কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্প তুলে ধরা হবে। ত্রিপুরা প্রদেশ তৃণমূল সভাপতি পীযুষ বিশ্বাসের দাবি, কংগ্রেস, বামফ্রন্ট, বিজেপির সরকার দেখেছেন রাজ্যবাসী। তৃ়ণমূলের উন্নয়নের সরকার দেখবেন তারা। তবে কেন সব আসনে প্রার্থী নেই তার ব্যাখ্যা নেই দলটির কাছে।

ত্রিপুরা বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের লড়াই নিয়ে শাসক বিজেপির দাবি, পশ্চিমবঙ্গে দুর্নীতির পাহাড়ে চড়া তৃণমূলকে চিনে গেছেন রাজ্যবাসী। বিরোধী দল সিপিআইএমের দাবি, তৃ়ণমূল ও বিজেপির আঁতাত স্পষ্ট। বিজেপি বিরোধী ভোট কাটতে ত্রিপুরায় এসেছে তৃণমূল। তাদের প্রার্থীরা বিজেপির সাথে সরাসরি সম্পর্কে আছেন। তবে অভিযোগ উড়িয়ে টিএমসি বলছে একাই লড়ব।