২১ তৃণমূল বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রাখছেন: মিঠুন

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ধৃত। রাজ্য জুড়ে তদন্ত চলছে ইডির। এর মাঝে বিরোধী দল বিজেপির তরফে বড়সড় বার্তা এলো। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর…

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ধৃত। রাজ্য জুড়ে তদন্ত চলছে ইডির। এর মাঝে বিরোধী দল বিজেপির তরফে বড়সড় বার্তা এলো। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) দাবি, কুড়ি জনের বেশি টিএমসি বিধায়ক দলত্যাগ করতে রাজি। 

সাংবাদিক বৈঠকে মিঠুন বলেন, দলত্যাগ করতে চাওয়া টিএমসি বিধায়করা সরাসরি যোগাযোগ করেছেন। 

বিধানসভা ভোটের আগে তৃ়ণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা বিধায়করা পরে ফের মমতা শিবিরে ভিড়েছেন। লাগাতার উপনির্বাচনে বিজেপির ভরাডুবি হয়ে চলেছে। আসন্ন পঞ্চায়েত ভোটেও সেই ধারা থাকবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাৎপর্যপূর্ণ, বিধানসভায় শূন্য হয়ে গেলেও গত উপনির্বাচন ও পুর়ভোটে সিপিআইএম উঠে এসেছে দ্বিতীয় স্থানে।

বিরোধী বিজেপির ভাঙন অব্যাহত। পঞ্চায়েত ভোটে বিজেপির হাল করুণ হবে তা দলীয় নেতারা বার্তা দিয়েছেন। তবে বিজেপির লক্ষ্য লোকসভার ভোট। এর জন্য দলকে ভোকাল টনিক দিলেন মিঠুন এমনও মনে করা হচ্ছে।

এর আগে একাধিকবার তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, দরজা খুলে দিলে বিজেপি দলটা এ রাজ্যে উঠে যাবে।