গুজরাটের রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃত ৬

জোরাল বিস্ফোরণে কেঁপে উঠল গুজরাত (gujarat)৷ রাজ্যের ভারুচে একটি রাসায়নিক কারখানায় এই বিস্ফোরণ ঘটে৷ এই বিস্ফোরণের জেরে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ তবে, বিস্ফোরণের…

blast organic company gujarat

জোরাল বিস্ফোরণে কেঁপে উঠল গুজরাত (gujarat)৷ রাজ্যের ভারুচে একটি রাসায়নিক কারখানায় এই বিস্ফোরণ ঘটে৷ এই বিস্ফোরণের জেরে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ তবে, বিস্ফোরণের কারণ এখনও জান যায়নি। মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার ভোরে এই অর্গানিক কোম্পানিতে বিস্ফোরণ ঘটে৷ দহেজ শিল্প এলাকায় বিস্ফোরণের এই ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই জায়গাটি আহমেদাবাদ থেকে ২৩৫ কিমি দূরে। বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল বহুদূর। বিস্ফোরণে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।

   

ভরুচের অর্গানিক কোম্পানিতে বিস্ফোরণের খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ভারুচের এসপি লীনা পাটিল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কারখানাটি বিস্ফোরিত হয় তখন ৬ জন লোক চুল্লির কাছে কাজ করছিলেন। পাতন প্রক্রিয়া চলাকালীন বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের ফলে আগুন লেগে যায়৷ এতে ঝলসে যাওয়ায় ৬ জন মারা যায়।

তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কারখানার আগুন নেভানো হয়েছে। এই দুর্ঘটনায় আর কেউ হতাহত হয়নি।