Pakistan: নজরবন্দি ইমরান খান, পালাতে পারবেন না সহযোগীরা

পাকিস্তানের (Pakistan) প্রাক্তন  প্রধানমন্ত্রী ইমরান খান একপ্রকার নজরবন্দি। তিনি প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়েছেন আগেই। তবে আইএসআই তাঁকে নজরবন্দি করে রেখেছে। এছাড়াও ইমরানে গুরুত্বপূর্ণ ছয় সহযোগীর নাম…

Pakistan PM Imran Khan says he won't resign ahead of no-confidence move

পাকিস্তানের (Pakistan) প্রাক্তন  প্রধানমন্ত্রী ইমরান খান একপ্রকার নজরবন্দি। তিনি প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়েছেন আগেই। তবে আইএসআই তাঁকে নজরবন্দি করে রেখেছে। এছাড়াও ইমরানে গুরুত্বপূর্ণ ছয় সহযোগীর নাম ‘স্টপ লিস্টে’ অন্তর্ভুক্ত করা হলো। অনুমতি ছাড়া তারা দেশ ছাড়তে পারবেন না।

পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ‘স্টপ লিস্টে’ অন্তর্ভুক্ত করেছে। ওই ছয়জন হলেন, ইমরান খানের মুখ্য সচিব আজম খান, রাজনৈতিক যোগাযোগ বিষয়ে বিশেষ সহযোগী শাহবাজ গিল, স্বরাষ্ট্র উপদেষ্টা শাহজাদ আকবর, পাঞ্জাবের ডিরেক্টর জেনারেল গোহার নাফিস ও ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি পাঞ্জাব জোনের ডিজি মহম্মদ রিজওয়ান। এ ছাড়া ইমরান খানের দল তেহরিক ই ইনসাফের সামাজিক যোগাযোগমাধ্যম প্রধান ড. আরসালান খালিদকে এই তালিকায় যুক্ত করা হয়েছে।

পাকিস্তান সংসদে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রীত্ব হারিয়েছেন ইমরান খান। ক্ষমতা হারানোর পর তার সহযোগীদের ওপর এই বিধিনিষেধ এলো।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে মুখ খুলেছেন ইমরান খান। এই ক্ষমতাচ্যুতির পিছনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শাসন পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে।

সোমবার পাকিস্তান পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচন। বিরোধী দলনেতা শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী মনোনীত করেছে তাঁর জোট। তিনিই প্রধানমন্ত্রী হবেন। কারণ, পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা নেই ইমরান খানের তেহরিক ই ইনসাফ দলের।

ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানবাসীকে এক হওয়ার আহ্বান জানান ইমরান খান। তাঁর দল তেহরিক ই ইনসাফের সমর্থকরা পাকিস্তান জুড়ে বিক্ষোভ সমাবেশ করছেন।

ইমরান খান টুইট করেছেন, ‘১৯৪৭ সালে পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হয়। কিন্তু শাসন পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে। দেশের জনগণই সর্বদা তাদের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করে।’