হার্দিক প্যাটেল নিজেকে রামভক্ত বলায় বিজেপি উল্লসিত

কংগ্রেস ছেড়ে বিজেপির পথে হার্দিক প্যাটেল (Hardik Patel)? তীব্র রাজনৈতিক জল্পনা। নিজেকে রামভক্ত বলেছেন হার্দিক। চলতি বছরের শেষদিকে গুজরাট বিধানসভা নির্বাচন নির্বাচনের আগে বিজেপিকে টক্কর…

BJP is happy that Hardik Patel calls himself a Ram Bhakt

কংগ্রেস ছেড়ে বিজেপির পথে হার্দিক প্যাটেল (Hardik Patel)? তীব্র রাজনৈতিক জল্পনা। নিজেকে রামভক্ত বলেছেন হার্দিক। চলতি বছরের শেষদিকে গুজরাট বিধানসভা নির্বাচন নির্বাচনের আগে বিজেপিকে টক্কর দিতে কংগ্রেস নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করেছে। গুজরাটে ক্ষমতায় ফিরতে ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছে কংগ্রেস।

কিন্তু এরই মধ্যে গুজরাতে বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেতে চলেছে কংগ্রেস। দলের বিরুদ্ধে কয়েকদিন ধরেই ক্ষোভ প্রকাশ করে চলেছেন তরুণ পতিদার নেতা হার্দিক প্যাটেল। শুক্রবার এই তরুণ নেতা বলেন, আমি নিজে একজন রামভক্ত। হিন্দু হওয়ার জন্য আমি গর্ববোধ করি।

হার্দিক এদিন যেভাবে হিন্দুত্বের জয়গান গেয়েছেন তাতে রাজনৈতিক মহল মনে করছে, বিধানসভা ভোটের আগে তাঁর গেরুয়া শিবিরে ভেড়া শুধু সময়ের অপেক্ষা।

কয়েক বছর আগে পতিদার আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল গুজরাট। সেই আন্দোলনে যুক্ত একাধিক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল বিজেপি সরকার। সম্প্রতি পতিদার নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি একের পর এক প্রত্যাহার করতে শুরু করেছে রাজ্যের বিজেপি সরকার। হার্দিককে দলে সামিল করতেই এই পদক্ষেপ বিজেপির বলে মনে করা হচ্ছে।

বেশ কিছুদিন ধরেই গুজরাট প্রদেশ কংগ্রেস সভাপতি- সহ দলীয় হাইকমান্ডের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ করে চলেছেন হার্দিক। হাইকমান্ডের বিরুদ্ধে মন্তব্য করায় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তার জবাবদিহি চাওয়া হয়েছিল। হার্দিক শোকজ নোটিস পাত্তা দেননি। শুক্রবার নতুন করে মুখ খুলে কংগ্রেসের বিড়ম্বনা আরও বাড়িয়েছেন।

হার্দিক বলেন, হিন্দু হয়ে জন্মানোর জন্য তিনি গর্ববোধ করেন। তিনি একজন রামভক্ত। তিনি যে একজন প্রকৃত হিন্দু এটা বোঝানোর জন্য বাবার শ্রাদ্ধ বার্ষিকীতে ৪০০০ গীতা বিলি করার পরিকল্পনাও নিয়েছেন হার্দিক।

তিনি কি বিজেপিতে যাচ্ছেন? এই প্রশ্ন করা হলে হার্দিক অবশ্য বলেন, বিজেপিতে যাওয়ার কোনও পরিকল্পনাই তাঁর নেই। তবে রাজনৈতিক মহল কিন্তু ঠিক উল্টোটা মনে করছে।