Gujarat: কংগ্রেস ছাড়ার সম্ভাবনা গুজব বললেন হার্দিক প্যাটেল

চলতি বছরের শেষদিকে গুজরাট (Gujarat) বিধানসভা নির্বাচন। ভোটের কয়েক মাস আগেই প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি হার্দিক প্যাটেল (Hardik Patel) ফের আলোচিত। দুদিন আগে হার্দিকের করা…

Hardik Patel

চলতি বছরের শেষদিকে গুজরাট (Gujarat) বিধানসভা নির্বাচন। ভোটের কয়েক মাস আগেই প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি হার্দিক প্যাটেল (Hardik Patel) ফের আলোচিত। দুদিন আগে হার্দিকের করা মন্তব্যের জেরে ক্রমশই তাঁর কংগ্রেস ছাড়ার সম্ভাবনা জোরদার হচ্ছে বলে অনেকেই মনে করছেন। এই তরুণ নেতা বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর।

হার্দিক যদি বিজেপিতে যোগ দেন তবে বিধানসভা নির্বাচনের আগে গুজরাটে বড় মাপের ধাক্কা খাবে কংগ্রেস। যদিও হার্দিক জানিয়েছেন, তাঁর দল ছাড়ার সম্ভাবনা নিয়ে যে খবর রটেছে সেটা একেবারেই গুজব।

বৃহস্পতিবার হার্দিক বলেছিলেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাঁকে কোণঠাসা করে রেখেছে। অভিযোগ করেছিলেন পতিদারদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় নেতা নরেশ প্যাটেলকে দলে নিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অযথাই গড়িমসি করছে। গুজরাটে যে পদ্ধতিতে দল চলছে তারও কড়া সমালোচনা করেন হার্দিক। হার্দিক বলেন, তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়া সত্ত্বেও তাঁকে রাজ্যশাখার কোনও বৈঠকেই ডাকা হয় না। শোনা হয় না তাঁর মতামত। এমনকী, শীর্ষ নেতৃত্ব তাঁকে যথাযথ সম্মানও দেয় না।

কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সমালোচনার পাশাপাশি এই কংগ্রেস নেতার মুখে বিজেপির উচ্চ প্রশংসা শোনা গিয়েছিল। ফলে ক্রমশই হার্দিকের কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছিল। হার্দিক এদিন বলেন, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে কংগ্রেসের জন্য কাজ করে যাব। দলের ভেতরে ছোটখাটো কিছু সমস্যা থাকে। সেটাকে বড় করে দেখার কিছু নেই। কংগ্রেসের নেতৃত্বে গুজরাট আরও উন্নত রাজ্যে পরিণত হবে।