Presidential Election: রাষ্ট্রপতি নির্বাচনে মমতার ডাকা বৈঠকে গা ছাড়া মনোভাব, আসছে একাধিক নাম

রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) শরদ পাওয়ার অ-বিজেপি জোটের প্রার্থী হতে চাননা এমন ঘোষণার পর আরও দুটি নাম প্রস্তাবের জন্য আনা হয়েছে। নয়াদিল্লির কনস্টিটিউশন ক্নাবে মমতা…

Mamata Banerjee

রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) শরদ পাওয়ার অ-বিজেপি জোটের প্রার্থী হতে চাননা এমন ঘোষণার পর আরও দুটি নাম প্রস্তাবের জন্য আনা হয়েছে। নয়াদিল্লির কনস্টিটিউশন ক্নাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

যে দুটি নাম প্রস্তাবে আনা হয়েছে তারা হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী অপরজন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। সমস্ত দলের মতামত জানতে চাওয়া হয়েছে। মতামত পেলেই আগামী দিনে ফের বৈঠক ডাকবেন শরদ পাওয়ার। সেখানেই চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে।

তবে এদিন বিরোধী শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মতিতে এক জনকে প্রার্থী করা হবে। যিনি দেশের সংবিধান রক্ষা করবেন এবং মোদী সরকারের হাতে ভারতীয় গণতন্ত্র যাতে বিপন্ন না হয়, তা রুখবেন।

এদিন চারটি দল উপস্থিত না হলেও বৈঠক ইতিবাচক হয়েছে বলেই মনে করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অখিলেশ যাদব থেকে মেহবুবা মুফতি সহ যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা এদিন উপস্থিত হয়েছেন। আমরা ঠিক করেছি সম্মিলিতভাবে একজনকে নির্বাচিত করব। সকলে মিলে তাঁকে সমর্থন করবে। একটা দুটো দল এদিন উপস্থিত হতে পারেনি। আমরা তাদের সঙ্গে আলোচনা করব। আমরা বহু মাস পর বৈঠকে বসেছি। আবার বসব জানালেন মমতা।

যদিও আগে থেকেই গোপালকৃষ্ণ গান্ধীকে ঘিরে জল্পনা চলছিল। এমনকি বিরোধী দলের কয়েকজন নেতা তাঁর সঙ্গে কথা বলেও জানা যায়। পরে সেই নেতারা দাবি করেন, তাঁর সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা সময় চেয়েছেন। ফলত, সেই জল্পনা যে একেবারেই অমূলক নয়। তা প্রমাণিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে।