Presidential Election: মমতার প্রস্তাব ফেরালেন শরদ পাওয়ার, জোট বৈঠকে সিদ্ধান্ত

রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) অ-বিজেপি জোটের প্রার্থী হবেন না পাওয়ার। বুধবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে তিনি প্রস্তাব ফেরালেন। ১৭ টি বিজেপি বিরোধী দলগুলি। এদিনের…

Sharad Pawar turned down Mamata Banerjee's offer

রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) অ-বিজেপি জোটের প্রার্থী হবেন না পাওয়ার। বুধবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে তিনি প্রস্তাব ফেরালেন। ১৭ টি বিজেপি বিরোধী দলগুলি। এদিনের বৈঠকে সমস্ত দলের তরফে সর্বোসম্মতভাবে শরদ পাওয়ারের নাম ঘোষণা করা হলেও তিনি রাজি না হওয়ায় ফের এক দফায় বৈঠকে বসতে চলেছে বিরোধী দলগুলি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অখিলেশ যাদব থেকে মেহবুবা মুফতি সমস্ত রাজনৈতিক দলের নেতারা এদিন উপস্থিত হয়েছেন। আমরা ঠিক করেছি সম্মিলিতভাবে একজনকে নির্বাচিত করব। সকলে মিলে তাঁকে সমর্থন করবে। একটা দুটো দল এদিন উপস্থিত হতে পারেনি। আমরা তাঁদের সঙ্গে আলোচনা করব। আমরা বহু মাস পর বৈঠকে বসেছি। আবার বসব জানালেন মমতা।

কংগ্রেসের তরফে উপস্থিত হন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে, জয়রাম রমেশ, রণদীপ সিং সুরজেওয়ালারা। উপস্থিত হয়েছেন অখিলেশ যাদব, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, সিপিআইএম নেতা ই করিম, সিপিআইএম (এল) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। শিবসেনার পক্ষ থেকে উপস্থিত হয়েছে প্রিয়াঙ্কা চতুর্বেদী।

জেডিএস-এর পক্ষ থেকে বিরোধীদের বৈঠকে যোগ দেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। এ ছাড়াও বৈঠকে যোগ দেন ডিএমকে নেতা টি আর বালু ও থিরুচি শিবা। আরজেডির পক্ষ থেকে থাকবেন তেজস্বী যাদব ও মনোজ ঝাঁ। আরএলডির তরফে জয়ন্ত চৌধুরী সিপিআইয়ের হয়ে থাকছেন বিনয় বিশ্যম। ন্যাশনাল কনবফারেন্স নেতা ওমর আবদুল্লাহ এদিনের বৈঠকে উপস্থিত হন।

মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে থাকবেন সুখেন্দুশেখর রায় ও যশবন্ত সিনহা। এখনই কোনও প্রার্থীর নাম ঘোষণা করছেন না বিরোধী পক্ষ। সূত্রের খবর, একাধিক দলের তরফে একাধিক প্রস্তাব দেওয়া হবে। একাধিক নাম সেখান থেকে বেছে নেওয়া হবে। চলতি মাসেই আরও একটি বৈঠক ডেকে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।