Mig 21: যাত্রা শেষ হচ্ছে ২০০ পাইলটের প্রাণ নেওয়া ‘উড়ন্ত কফিন’-এর

বৃহস্পতিবার রাতে ফের একবার দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় বায়ুসেনার মিগ ২১ বিমান। মৃত্যু হয় দুজনের। ঘটনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। তবে এই নতুন…

বৃহস্পতিবার রাতে ফের একবার দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় বায়ুসেনার মিগ ২১ বিমান। মৃত্যু হয় দুজনের। ঘটনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। তবে এই নতুন নয়, বলা হচ্ছে এর আগে প্রায় ২০০ জন পাইলটের প্রাণ কেড়েছে এই মিগ ২১ বিমান। শোনা যাচ্ছে, আগামী ২০২৫ সালের মধ্যে বিদায় নেবে এই বিমান।

২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি ভারতের ওপর পাকিস্তানের বিমান হামলা ব্যর্থ করার জন্য ৫১ স্কোয়াড্রন বিখ্যাত, কিন্তু তা সত্ত্বেও বিমানটির নিরাপত্তা রেকর্ড খুবই খারাপ। বৃহস্পতিবার বারমেরে মিগ-২১ বাইসন বিমান ভেঙে পড়ার পর ছয় দশকের পুরনো এই যুদ্ধবিমানের অবসরের দাবি জোরালো হয়ে ওঠে। আর এবার ‘উড়ন্ত কফিন’ নামে এই বিমানের কফিনে শেষ পেরেক ঠুকে দিল ভারতীয় বায়ুসেনা। এক রিপোর্ট অনুযায়ী, আইএএফ ২০২৫ সালের মধ্যে মিগ-২১ বাইসন বিমানের সব স্কোয়াড্রনকে অবসর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মিগের বদলে দেশীয় লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (এলসিএ) সুখোই-৩০-এর মতো আরও সক্ষম যুদ্ধবিমান আনতে চলেছে বায়ুসেনা।

ভারতীয় বিমান বাহিনী ৩০ সেপ্টেম্বরের মধ্যে মিগ-২১ বাইসন বিমানের আরেকটি স্কোয়াড্রন অবসর নেবে এবং ২০২৫ সালের মধ্যে তার বহরের বাকি অংশও নির্মূল করবে। ফাইটার জেটটি সেনাবাহিনীর বহরে যোগ দেওয়ার পর থেকে এটি ২০০ জনেরও বেশি পাইলটের প্রাণ কেড়ে নিয়েছে এবং ৪০০ বারেরও বেশি বার ধ্বংস হয়েছে।