প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে মাথাভাঙায় বিশেষ অভিযান প্রশাসনের

কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যে সরকারের তরফে জানানো হয়েছে যে বন্ধ করতে হবে প্লাস্টিকের ব্যবহার। অর্থাৎ প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে দেশে। কারণ প্লাস্টিক নানাভাবে পরিবেশকে দূষণ…

কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যে সরকারের তরফে জানানো হয়েছে যে বন্ধ করতে হবে প্লাস্টিকের ব্যবহার। অর্থাৎ প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে দেশে। কারণ প্লাস্টিক নানাভাবে পরিবেশকে দূষণ করে। আর সেই পরিবেশকে দূষণের হাত থেকে মুক্ত করার জন্যই এই বিশেষ উদ্যোগ। শুক্রবার কোচবিহারের মাথাভাঙা (Mathavanga) মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা, মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ পুলিশ প্রশাসনকে নিয়ে প্লাস্টিক প্রতিরোধ করার অভিযানে রাস্তায় নেমেছিলেন।

এদিন এই অভিযান চালিয়ে বেশকিছু দোকান থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগ, প্লাস্টিকের দ্রব্য উদ্ধার করা হয়েছে। মাথাভাঙা পৌরসভার সকল ব্যবসায়ীকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। যাতে কোনও ভাবেই আর কেউ প্লাস্টিকের ব্যবহার না করে।

মাথাভাঙার মহাকুমার শাসক জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে প্লাস্টিক ক্যারি ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও কিছু অসাধু ব্যবসায়ী প্লাস্টিকের ব্যবহার এখনও করে চলেছেন। পরিবেশকে রক্ষা করতে প্লাস্টিক বন্ধ করা ইতিমধ্যেই প্রয়োজন। প্রসঙ্গত, মাথাভাঙা শহরে শুক্রবার প্লাস্টিক অভিযান চালিয়ে বেশ কিছু জায়গা থেকে থার্মকল, প্লাস্টিকের ক্যারি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। যা আইন বিরুদ্ধ কাজ।

ব্যবসায়ীদের সাবধান করা হয়েছে। জানানো হয়েছে, সেই সমস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন, প্লাস্টিক ক্যারি ব্যাগ নিয়ে সচেতন মূলক প্রচার করা হয়েছে শুক্রবার। যারা এখনও পর্যন্ত প্লাস্টিকের ব্যবহার করে যাচ্ছে তাদের বিরুদ্ধে আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে।