পশুখাদ্য কেলেঙ্কারি (Fooder Scam) শেষ তথা পঞ্চম মামলাতেও দোষী সাব্যস্ত হলেন আরজেডি (RJD) প্রধান লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। এর আগে পশুখাদ্য কেলেঙ্কারির চারটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালত এদিন লালুকে দোষী সাব্যস্ত করলেও সাজা ঘোষণা করেনি। সাজা ঘোষণা হবে ১৮ ফেব্রুয়ারি।
আগের চারটি মামলায় দোষী সাব্যস্ত হলেও জামিন পেয়ে গিয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ২০২১-এর এপ্রিল মাস থেকে জামিনে মুক্ত আছেন লালু। এখন দেখার ফের তাঁকে জেলে যেতে হয় কিনা। এর আগে চারটি পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন দেশের প্রাক্তন রেলমন্ত্রী। তাঁর বিরুদ্ধে বকেয়া ছিল ডোরান্ডা ট্রেজারি মামলা। শেষ পর্যন্ত পঞ্চম তথা ডোরান্ডা ট্রেজারি মামলাতেও দোষী সাব্যস্ত হলেন এই প্রবীণ রাজনীতিবিদ। ডোরান্ডা ট্রেজারি মামলায় মোট ১৩৯.৩৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। ২৯ জানুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি হয়। ওই দিন রায়দান সংরক্ষিত রেখেছিল আদালত। অবশেষে মঙ্গলবার বিশেষ আদালত সেই মামলার রায় ঘোষণা করল।
মঙ্গলবার মামলার শুনানিতে যোগ দিতে রাঁচি এসেছিলেন লালুপ্রসাদ। এই মামলায় লালু-সহ মোট অভিযুক্ত ছিলেন ১৭০ জন। যার মধ্যে ৫৫ জন ইতিমধ্যে মারা গিয়েছেন। রাজসাক্ষী হয়েছেন ৭ জন এবং ৭জন পলাতক। দুজন ইতিমধ্যে আদালতের কাছে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। বাকি ৯৯ জন অভিযুক্তদের বিরুদ্ধে ২০২১ থেকেই ফেব্রুয়ারি থেকে শুনানি চলছিল। লালু ছাড়াও এই মামলায় অন্যতম অভিযুক্ত সাংসদ জগদীশ শর্মা।