Tuesday, October 14, 2025
HomeWorldBangladeshমুজিব-হাসিনার ছবি দেওয়া নোট বাতিলের শঙ্কা, হুড়মুড়িয়ে দাম পড়ছে বাংলাদেশি টাকার

মুজিব-হাসিনার ছবি দেওয়া নোট বাতিলের শঙ্কা, হুড়মুড়িয়ে দাম পড়ছে বাংলাদেশি টাকার

ক্ষত-বিক্ষত পদ্মাপার। সেনার অধীনে থাকলেও নৈরাজ্য জারি বাংলাদেশে। অস্থিরতা দেখা গেল বাংলাদেশ ব্যাঙ্কে। গভর্নর, ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে কর্মীদেরই একাংশের বিক্ষোভ চালাচ্ছেন। চাপের মুখে ইস্তফা দিয়েছেন গভর্নর সহ উচ্চপদস্থ কর্তারা। আশঙ্কা যে, বাতিল হয়ে যেতে পারে মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি দেওয়া বাংলাদেশি টাকার নোট। আর এই আশঙ্কা থেকেই ভারতীয় অর্থের সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় মূল্য কমে গিয়েছে।

Advertisements

ভারতীয় মুদ্রা ১ রুপির মূল্য বাংলাদেশি কারেন্সিতে ১.৪০ টাকা হয়েছে। গুগলে সার্চ করলেই এই হিসাব তুলে ধরা হচ্ছে। অর্থাৎ, ভারতের ১০০ রুপি যদি বাংলাদেশি টাকায় বিনিময় করতে কেই চান, তাহলে তিনি পাবেন ১৪০ টাকা।

Advertisements

পাকিস্তানের বার্তা- আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম

অশান্ত পরিস্থিতির আগে পেট্রাপোল সীমান্তে বাংলাদেশি ১০০ টাকার বিনিময়ে ভারতীয় মুদ্রায় মিলত ৭১ টাকা।এখন দেওয়া হচ্ছে ৬৫ টাকা। সুতরাং, প্রতি বাংলাদেশি ১০০ টাকায় ভারতীয় রুপির দর ৬ টাকা করে কমে গিয়েছে।

গোপন আস্তানায় ডোভালের সঙ্গে কথা বলার সময় কেন কান্নায় ভেঙে পড়েন হাসিনা?

নানা প্রয়োজনে ভারতে আসেন বাংলাদেশিরা। কিন্তু, বর্তমানে অস্থির অবস্থা পড়শি দেশের। হাসিনা ইস্তফা ও দেশ ছাড়ার পর ৪৮ ঘন্টা পার হলেও এখনও গঠন হয়নি অন্তর্বর্তীকালীন সরকার। ফলে, টাকার দাম কমে যাওয়ায় সমস্যা বাড়ল ওপার বাংলার নাগরিকদের।

“কতো কিছু আমাকে ছেড়ে চলে যায়, শুধু রয়ে গেল…” কী লিখলেন পরীমণি?

আন্দোলনকারীদের দাবি, নোবেল শান্তি জয়ী মহম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন। বাংলাদেশ ফিরচেন তিনিষ। কিন্তু, শান্তি ফেরাতে পারবেন? প্রশ্ন গোটা বিশ্বের। এদিকে রাষ্ট্রপতির নির্দেশ মেনে মহ্গলবারই জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। আজ, বুধবার দেশে ফিরছেন খালেদা জিয়ার ছেলে তারিক রহমানও। সন্ধেয় ঢাকায় বিএনপি-র সমাবেশে যোগ দেবেন খালেদা-পুত্র। ১৩ বছর পর ঢাকায় কেন্দ্রীয় অফিসের তালা খুলল জামাত।

Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
RELATED ARTICLES

Most Popular

Recent Comments