পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির কারণে ইডি হেফাজতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি নগদ টাকা৷ এরই মধ্যে ঝাড়খণ্ডের এক বিধায়কের গাড়ি থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়৷ এবার মধ্যপ্রদেশ। এক ক্লার্কের বাড়ি থেকে উদ্ধার ৮০ লক্ষের অধিক কালোটাকা (black money)৷
আরও পড়ুন: vp suhair: প্রায় ৭৫ লক্ষ টাকা ট্রান্সফার ফি দিয়ে গোলমেশিন আনছে ইস্টবেঙ্গল
ভোপালে মেডিকেল এডুকেশন ডিপার্টমেন্টের এক ক্লার্কের বাড়ি থেকে উদ্ধার হল ৮০ লক্ষের অধিক নগদ টাকা৷ এদিন অভিযান চালায় ইওডব্লু। অভিযুক্ত ব্যক্তির নাম হিরো কেশবনী৷ জানা গিয়েছে, ইওডব্লুর আধিকারিকদের তল্লাশি চলাকালীন বিষপান করেন অভিযুক্ত৷
আরও পড়ুন: SSC Scam: আরো কালো টাকার সন্ধানে কলকাতা জুড়ে ফের ইডি হানা শুরু
ইওডব্লু সূত্রে খবর, এদিন ওই ক্লার্কের বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ কোটির অধিক টাকা বাজেয়াপ্ত করা হয়েছে৷ এছাড়াও ক্লার্ক হিরো কেশবনির কাছ থেকে ১২ টি সম্পত্তির দলিল মিলেছে। যার মূল্য ৪ কোটি টাকার অধিক বলে জানা গেছে। এখনও অবধি ওই ব্যক্তির ৩ টি গাড়ি, একটি স্কুটারের হদিশ পেয়েছে তদন্তকারী অফিসাররা৷ জানা গিয়েছে, শতপুরা ভবনের ছয় তলায় তাঁর একটি অফিসের খোঁজ মিলেছে। যেখানে আয়ুষ্মান ভারত সহ একাধিক প্রকল্পের কাজ চলত বলে জানা গেছে৷
আরও পড়ুন: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ৩ লক্ষ টাকা দিয়ে ড্রাইভার চাকরি! TMC-BJP আকচা আকচি
মাত্র চার হাজার টাকায় কাজ শুরু করেছিল হিরো কেশবনি। সম্প্রতি সপ্তম পে কমিশন অনুযায়ী ৫০ হাজার টাকা করে মাসিক বেতন পেত সে৷ কিন্তু তাঁর বিপুল সম্পত্তি দেখে চোখ কপালে ওঠার সমান৷ বেশীরভাগ সম্পত্তির স্ত্রীর নামেই ছিল৷ এমনটাই জানাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। বিষপান করার পর কেশবনিকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, এখন অনেকটাই বিপদমুক্ত সে৷