Loksabha Vote 2024: ‘খারাপ নজর কংগ্রেসের,’ ভোটের নির্ঘন্ট ঘোষণার আগে বড় মন্তব্য মোদীর

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার হবে লোকসভা ভোটের দিন ঘোষণা। আজ দুপুর ৩টে নাগাদ সাংবাদিক বৈঠকে ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। যদিও লোকসভা…

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার হবে লোকসভা ভোটের দিন ঘোষণা। আজ দুপুর ৩টে নাগাদ সাংবাদিক বৈঠকে ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। যদিও লোকসভা ভোটের (Loksabha Vote 2024) দিনক্ষণ ঘোষণা হওয়ার কিছু ঘণ্টা আগে বড় কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

তেলেঙ্গানায় এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আজ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দামামা বাজতে চলেছে। নির্বাচনের তারিখগুলি আজ ঘোষণা করা হবে, তবে তারিখগুলি আনুষ্ঠানিক ঘোষণার আগেই, দেশের মানুষ দেশের ফলাফল ঘোষণা করেছে। দেশ ঘোষণা করে দিয়েছে এবার ৪০০ পার হবে।”

আজ তেলেঙ্গানার নাগারকুর্নুল প্রধানমন্ত্রী বলেন, ‘মোদীর পরিবার ১৪০ কোটি ভারতীয়ের। গত ২৩ বছর ধরে আপনারা প্রথমে মুখ্যমন্ত্রী এবং এখন প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ করে দিয়েছেন আমাকে। আমি কখনো নিজের জন্য কোনো দিন ব্যবহার করিনি। আমি যদি দিনরাত বেঁচে থাকি, পরিশ্রম করি, তাহলে তা ১৪০ কোটি পরিবারের সদস্যের জন্য হয়েছে।’ 

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কংগ্রেস ও বিআরএস তেলেঙ্গানার সব স্বপ্ন ভেঙে দিয়েছে। প্রথমে বিআরএসের ‘মহালুট’ আর এখন কংগ্রেসের ‘বুড়ি নজর’। তেলেঙ্গানাকে ধ্বংস করার জন্য কংগ্রেসের কাছে পাঁচ বছরও যথেষ্ট।’