কাশ্মীরে সেনার গুলিতে খতম পাক-মদতপুষ্ট ৩ জইশ জঙ্গি

আবারও অশান্ত কাশ্মীর। সেনা জঙ্গি সংঘর্ষে রণক্ষেত্র চেহারা নিল বারামুল্লা এলাকা। জানা গিয়েছে, বুধবার বারামুল্লায় একটি এনকাউন্টারে পাক গোষ্ঠী জৈশ-ই-মহম্মদের (জেইএম) কমপক্ষে তিনজন জঙ্গি নিহত…

আবারও অশান্ত কাশ্মীর। সেনা জঙ্গি সংঘর্ষে রণক্ষেত্র চেহারা নিল বারামুল্লা এলাকা। জানা গিয়েছে, বুধবার বারামুল্লায় একটি এনকাউন্টারে পাক গোষ্ঠী জৈশ-ই-মহম্মদের (জেইএম) কমপক্ষে তিনজন জঙ্গি নিহত হয়েছে।

সূত্রের খবর, এদিন সকালে বারামুল্লার ক্রেরি এলাকার নাজিবহাট ক্রসিংয়ে এই এনকাউন্টারটি হয়। এদিকে জম্মু ও কাশ্মীর পুলিশের এক কর্মীও শহীদ হন। পুলিশ ও সেনার যৌথ বাহিনী এই এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায়। এদিন নিরাপত্তা বাহিনী অস্ত্র ও গোলাবারুদ সহ অপরাধমূলক সামগ্রী উদ্ধার করেছে। কাশ্মীর জোন পুলিশ টুইট করে জানিয়েছে, ‘তিন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। জেকেপি-র একজন কর্মীও এই সুযোগের মুখোমুখি হয়ে শহীদ হন। অস্ত্র ও গোলাবারুদ সহ অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়েছে”।

কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বিজয় কুমার বলেন, নিরাপত্তা বাহিনী এ বছর এখন পর্যন্ত ২২ জন পাকিস্তানি জঙ্গিকে নিষ্ক্রিয় করেছে। তিনি বলেন, ‘আমরা জইশ-ই-মহম্মদের তিন পাকিস্তানি জঙ্গিকে খতম করেছি। তারা গত ৩-৪ মাস ধরে এই এলাকায় সক্রিয় ছিল এবং আমরা তাদের অনুসরণ করছিলাম। এক পুলিশ কর্মীও শহিদ হয়েছেন। এ বছর এখন পর্যন্ত আমরা ২২ জন পাকিস্তানি জঙ্গিকে নিষ্ক্রিয় করেছি”।