কি কারণে পিছল তিতুমীর ছবির শুটিং

পর্দায় সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন অভিনেতা জিতু কামাল। দর্শক থেকে সমালোচক সবার প্রশংসা কুড়িয়েছেন “অপরাজিত” সিনেমাটার মাধ্যমে। তার অভিনয় দক্ষতা দেখে…

পর্দায় সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন অভিনেতা জিতু কামাল। দর্শক থেকে সমালোচক সবার প্রশংসা কুড়িয়েছেন “অপরাজিত” সিনেমাটার মাধ্যমে। তার অভিনয় দক্ষতা দেখে সবাই মন্ত্রমুগ্ধ। ফলেই তারপর থেকে তার জনপ্রিয়তা তুঙ্গে। সম্প্রতি তার বেশ কিছু ছবির শুটিংও চলছে বলে জানা গিয়েছে।

তবে অপরাজিততে সত্যজিৎ রায়ের ভূমিকার পরে এবার তাকে পরিচালক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের “তিতুমীর” ছবির তিতুমীরের চরিত্রে দেখা যাবে বলে বেজায় খুশি ছিল দর্শকরা। কিন্তু হঠাৎই এই ছবির শুটিং পিছিয়েছে বলে জানা গিয়েছে। গত রবিবার ছিল জিতু কামালের জন্মদিন কিন্তু জন্মদিনের সকালেই তিনি খবর পান যে তিতুমীরের শুটিং এখন শুরু হচ্ছে না। সূত্রের খবর ৫ই সেপ্টেম্বর থেকে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু কেনই বা হঠাৎ এই সিনেমার শুটিং বন্ধ হল সে বিষয়ে অবশ্য সঠিক খবর মেলেনি। একটি সংবাদমাধ্যমের তরফে জিতুকে প্রশ্ন করলে যে কেন এই ছবির শুটিং পিছিয়ে গেল সেই সূত্রে জিতু জানান “সঠিক বলতে পারব না। শুনছি পরিচালক নাকি তৈরি নন। প্রযোজকের তরফ থেকে কোনও অসুবিধা হয়েছে বলে জানা নেই।” তিতুমীরের চরিত্রের অভিনয় করার জন্য গত দুমাস ধরে তিনি কঠোর পরিশ্রম করেছেন। কিন্তু তারপরেও এই শুটিং বন্ধ হওয়া খবর জিতুকে চরম বিষন্নতা দিয়েছে।