Bino George: ইস্টবেঙ্গলের ফোকাস শুধুই আইএসএল

রবিবার ডার্বি ম্যাচ হারের পর সোমবার লাল-হলুদ অনুশীলনে ছুটি দেওয়া হয়েছিল। মোহনবাগানের বিরুদ্ধে দলের পারফরম্যান্সে অসন্তুষ্ট নন স্টিফেন কনস্ট্যানটাইন আর তার সহকারী কোচ বিনু জর্জ।…

Bino George

রবিবার ডার্বি ম্যাচ হারের পর সোমবার লাল-হলুদ অনুশীলনে ছুটি দেওয়া হয়েছিল। মোহনবাগানের বিরুদ্ধে দলের পারফরম্যান্সে অসন্তুষ্ট নন স্টিফেন কনস্ট্যানটাইন আর তার সহকারী কোচ বিনু জর্জ। এই প্রসঙ্গে জর্জের (Bino George) বিশ্লেষণ, “মাত্র ১৮ দিনের অনুশীলন। তাও কোনও ফিটনেস ট্রেনার ছাড়া। একদিনও ট্যাকটিকাল সেশন হয়নি, কম্বিনেশন-ট্রেনিং হয়নি। সেই অবস্থায় ছেলেদের লড়াই প্রশংসনীয়।”

বিনু জর্জ জানিয়ে দিলেন, এর পর দল কলকাতা লিগে খেলবে। সেখানেও দলগঠন নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা হবে। কিন্তু স্টিফেনের ফোকাস শুধু আইএসএলে দলের পারফরম্যান্সের ওপর। “আইএসএলের লিগ টেবিলে দু’বার সকলের নীচে শেষ করার গ্লানি মোছানোই স্টিফেনের মূল লড়াই”-বললেন জর্জ।
অস্ট্রেলিয়া থেকে বিদেশি ফিটনেস ট্রেনার ম্যাচের দিন পৌঁছেছেন কলকাতায়। সোজা চলে গিয়েছিলেন ডার্বি দেখতে। জানা গিয়েছে, ফুটবলারদের, বিশেষত দলের বিদেশি ফুটবলারদের ফিটনেস দেখে ফিটনেস ট্রেনার জানিয়েছেন প্রচুর পরিশ্রম করতে হবে ফুটবলারদের ফিট করার জন্য। মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে ফিটনেস ট্রেনিং। জিপিএস ট্র্যাকারের সহায়তায় ফুটবলারদের শারীরিক সক্ষমতা মাপা হবে।

এদিকে মঙ্গলবার ইস্টবেঙ্গল তাঁবুতে যাবেন ভাইচুং ভুটিয়া। দেখা করবেন স্টিফেনের সঙ্গে, উৎসাহ দেবেন ফুটবলারদের। একইদিনে, ক্লাব কর্তারা পুলিশকে চিঠি দিয়ে সমর্থক, সদস্যদের নিরাপত্তা চাইল। রবিবার ডার্বি ম্যাচের পর প্রতিপক্ষ দলের সমর্থকদের হামলায় আহত হয়েছেন ক্লাবের মিডিয়ার দায়িত্বে থাকা পারিজাত মৈত্র।